পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারে ফের বিক্ষোভের মুখে সুব্রত বক্সি, গো ব্যাক স্লোগান

তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির কনভয়ের সামনে বিক্ষোভ । কালো পতাকা ও গো ব্যাক স্লোগান দেয় কয়েকজন যুবক ।

By

Published : Jun 26, 2019, 11:27 AM IST

Updated : Jun 26, 2019, 11:53 AM IST

সুব্রত বক্সির গাড়ির সামনে বিক্ষোভ

কোচবিহার, 26 জুন : ফের কোচবিহারের মাথাভাঙায় ক্ষোভের মুখে পড়লেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি । দলীয় সভাপতির কনভয়ের সামনে কালো পতাকা দেখিয়ে, গো ব্যাক স্লোগান দেয় বেশ কিছু যুবক ।

জানা গেছে, কোচবিহারের মেখলিগঞ্জে দলীয় কর্মীসভায় যোগ দিতে যান তৃণমূলের রাজ্য সভাপতি । সেই সময়ই মাথাভাঙার শিকারপুর এলাকায় বেশকিছু যুবক সুব্রতবাবুর কনভয় আটকে দেয় । তাঁর গাড়ির সামনে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান দেয় । পুলিশ বিক্ষোভকারীদের রাস্তা থেকে হটাতে গেলে ধস্তাধস্তি শুরু হয় । পরে পুলিশ ওই যুবকদের আটক করে ।

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে কোচবিহার-সহ গোটা উত্তরবঙ্গে ভরাডুবি হয় তৃণমূলের । দলীয় সূত্রের খবর, এই অবস্থায় কর্মীদের মনোবল চাঙ্গা করতে কোচবিহার জেলা সফরে আসেন তৃণমূলের রাজ্য সভাপতি । জেলাজুড়েই তিনি দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করছেন । কিন্তু গতকালই কর্মীসভায় যোগ দিতে যাওয়ার আগেই এই ঘটনা ঘটে ।

ভিডিয়োয় দেখুন

এর আগে সোমবার শীতলকুচিতেও বিক্ষোভের মুখে পড়েন সুব্রত বক্সি । বিক্ষোভের জেরে শীতলকুচির কর্মীসভার বৈঠক বাতিল করে ফিরে আসতে বাধ্য হন তৃণমূলের রাজ্য সভাপতি ।

আরও পড়ুন : "মানুষের ক্ষোভ জানার চেষ্টা করছি, পরিস্থিতি ফিরলে আবারও আসব"

Last Updated : Jun 26, 2019, 11:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details