পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

36 মানে থার্টি ফোর, ট্রোলড তৃণমূলের সাংসদ পদপ্রার্থী - election

সোশাল সাইটে ট্রোলড হলেন তৃণমূল প্রার্থী নুসরত জাহান। বললেন, "2014 লোকসভা নির্বাচনে আমরা 36 টি সিট জিতেছি। মানে থার্টি ফোর।"

নুসরত জাহান

By

Published : Apr 5, 2019, 2:57 PM IST

Updated : Apr 5, 2019, 5:44 PM IST

মাথাভাঙা, 5 এপ্রিল : "2014 লোকসভা নির্বাচনে আমরা 36 টি সিট জিতেছি। মানে থার্টি ফোর।" মাথাভাঙার সভা থেকে গতকাল এই মন্তব্য করে সোশাল সাইটে ট্রোলড বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত জাহান।

গতকাল কোচবিহারে দলীয় প্রার্থী পরেশচন্দ্র অধিকারীর হয় নির্বাচনী প্রচারে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সুপ্রিমো মঞ্চে ওঠার আগে বক্তব্য রাখেন নুসরত জাহান। বক্তব্য রাখতে গিয়ে তিনি গত কয়েকটি লোকসভা নির্বাচনে তৃণমূলের জয়ের খতিয়ান দিচ্ছিলেন। তখনই নুরসত বলে ফেলেন, "2014 সালে নির্বাচন হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর পর্যবেক্ষণে। আমরা কটা সিট জিতেছি ? 36 টা সিট জিতেছি। মানে থার্টি ফোর।"

ভিডিয়োয় শুনুন নুসরত জাহানের বক্তব্য

তিনি আরও বলেন, "আমরা ভীষণ চপ খেতে ভালোবাসি। তা সেটা আলুর চপ হোক, মোচার চপ হোক। কিন্তু, আমাদের ঢপের চপ দিলে চলবে না।"

Last Updated : Apr 5, 2019, 5:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details