পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রূপান্তরকামীদের খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর - লকডাউন

কোচবিহার জেলায় 130 জন রূপান্তরকামী রয়েছে । আজ খাদ্যসামগ্রী নিয়ে তাদের পাশে দাঁড়ালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ।

রূপান্তরকামীদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী
রূপান্তরকামীদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

By

Published : Apr 17, 2020, 6:48 PM IST

Updated : Apr 17, 2020, 9:43 PM IST

কোচবিহার, 17 এপ্রিল: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই রূপান্তরকামীদের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । আজ দুপুরে কোচবিহার সদরের মহকুমাশাসক সঞ্জয় পাল ও থানার IC সৌমজিৎ রায়কে নিয়ে ঘুঘুমারি এলাকায় রূপান্তরকামীদের সংগঠনের কার্যালয়ে গিয়ে ওই খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি ।

কোচবিহার জেলায় 130 জন রূপান্তরকামী রয়েছেন । তাঁরা ট্রেনে, বাসে কিংবা বিয়েবাড়িতে নাচ দেখিয়ে উপার্জন করে থাকেন । কিন্তু কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন । ফলে তাদের উপার্জন বন্ধ হয়ে গিয়েছে । তা ছাড়া এদের মধ্যে অনেকেই রেশন কার্ড না থাকায় খাদ্য সামগ্রী পাচ্ছে না । এই পরিস্থিতিতে বিপাকে পড়েছিল কোচবিহারের রূপান্তরকামীরা । রূপান্তরকামীরা যাতে সমস্যার মধ্যে না থাকে তা দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই নির্দেশের 24 ঘণ্টার মধ্যেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ঘুঘুমারি এলাকায় খাদ্য সামগ্রী নিয়ে হাজির হন ।

মন্ত্রী এই বিষয়ে বলেন, "ওদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে । এছাড়া হ্যান্ড স্যানিটাইজ়ার ও মাস্ক দেওয়া হয়েছে । সরকারের এই উদ্যোগে খুশি রূপান্তরকামীরা ।" রূপান্তরকামীদের পক্ষ থেকে সুমি দাস বলেন, "মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী খাদ্য সামগ্রী নিয়ে এসেছেন । এতে আমাদের অনেক উপকার হবে ।"

Last Updated : Apr 17, 2020, 9:43 PM IST

ABOUT THE AUTHOR

...view details