পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিশীথ নির্বাচন বিধি ভঙ্গ করেছেন, কমিশনে অভিযোগ রবীন্দ্রনাথ ঘোষের

কোচবিহার কেন্দ্রের BJP প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিতভাবে অভিযোগ জানালেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

রবীন্দ্রনাথ ঘোষ

By

Published : Mar 28, 2019, 9:52 PM IST

Updated : Mar 28, 2019, 10:53 PM IST

কোচবিহার, 28 মার্চ : " আজ সকালে BJP প্রার্থী বিরাট কনভয় নিয়ে ধলুয়াবাড়ি BDO অফিসের সামনে রাস্তা জ্যাম করে দাঁড়িয়েছিলেন। এতে জনসাধারণের যাতায়াতে সমস্যা হয়েছে। নির্বাচন বিধি ভঙ্গ করেছেন তিনি। বিষয়টা লিখিতভাবে নির্বাচন কমিশনকে আমরা জানিয়েছি।" কোচবিহার লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে আজ এমনই অভিযোগ করলেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ।

ভিডিয়োয় শুনুন রবীন্দ্রনাথ ঘোষের বক্তব্য

মাস কয়েক আগেও নিশীথ প্রামাণিক ছিলেন যুব তৃণমূলে। গত পঞ্চায়েত নির্বাচনের সময় যুব তৃণমূলের সদস্যদের নিয়ে তৈরি করেছিলেন সমান্তরাল সংগঠন। পঞ্চায়েত নির্বাচনে তাঁর নেতৃত্বে দিনহাটা 1 নম্বর ব্লকে যুবরা তৃণমূলকে রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। পরবর্তীকালে BJP-র সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে এই অভিযোগে দল তাঁকে বহিষ্কার করে। কিছুদিন আগেই আনুষ্ঠানিকভাবে নিশীথ BJP-তে যোগ দেন। এবারের নির্বাচনে তাঁকে কোচবিহার লোকসভা কেন্দ্রের প্রার্থী করে BJP। প্রার্থী হিসাবে নিশীথের নাম ঘোষণার পরেই তৃণমূলের নেতারা নিশীথকে আক্রমণ করতে শুরু করেন। তৃণমূলের অভিযোগ, BJP প্রার্থী একজন দাগি আসামি। তাঁর বিরুদ্ধে 11টি ফৌজদারি মামলা রয়েছে। খুন থেকে শুরু করে খুনের চেষ্টা, ব্যাঙ্ক ডাকাতি, চুরির মাল কেনা, সোনার দোকানে চুরির মতো মারাত্মক সব অভিযোগ।

রবীন্দ্রনাথ ঘোষ আজ আরও বলেন, "তাঁকে জেলের বাইরে রেখে শান্তিপূর্ণভাবে নির্বাচন করা সম্ভব হবে না। তাই শান্তিপূর্ণ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ, আইন অনুযায়ী তাঁকে জেলে ভেতরে ঢুকিয়ে দেওয়া হোক। তাহলেই সুষ্ঠুভাবে নির্বাচন সম্ভব হবে কোচবিহারে।"

যদিও নিশীথ প্রামাণিক এই প্রসঙ্গ বলেন, "তৃণমূল BJP-কে ভয় পাচ্ছে। তাই এই ধরনের মন্তব্য করছে।"

Last Updated : Mar 28, 2019, 10:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details