কোচবিহার, 29 অক্টোবর:শীঘ্রই ফের বাতানুকূল বাস পরিষেবা (AC Bus Service) চালু করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম বা এনবিএসটিসি (NBSTC) ৷ সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় (Partha Pratim Ray) ৷ এই প্রসঙ্গে তিনি বলেন, "আগে এনবিএসটিসি 14টি এসি বাস চালালেও বেশ কিছু সমস্যার জেরে সেই বাসগুলি বন্ধ হয়ে যায় ৷ আমরা সেই পরিষেবা ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি ৷ নতুন করে পুরনো রুটগুলিতেই ধাপে ধাপে ফের এসি বাস চালু করা হবে ৷ কারণ, বর্তমানে এসি বাসের চাহিদা বেড়েছে ৷"
এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, আগে কোচবিহার-শিলিগুড়ি, শিলিগুড়ি-কলকাতা, কোচবিহার-কলকাতা, রায়গঞ্জ-শিলিগুড়ি-সহ বিভিন্ন রুটে সংশ্লিষ্ট 14টি এসি বাস চলাচল করত ৷ কিন্তু বছর তিনেক হল সেই বাসগুলি বন্ধ হয়ে গিয়েছে ৷ এর পিছনে নানা কারণ রয়েছে ৷ প্রথমত, এই বাসগুলির ভাড়া বেশি হওয়ায় আশানুরূপ যাত্রী পাওয়া যাচ্ছিল না ৷ ফলে বাস চালিয়ে লোকসান বাড়ছিল সংস্থার ৷ দ্বিতীয়ত, রক্ষণাবেক্ষণের অভাবে কয়েকটি বাস খারাপ হয়ে যায় ৷ সেগুলি এর আগে সারানোর ব্যবস্থা করা হয়নি ৷ তৃতীয়ত, করোনাকালে দীর্ঘদিন লকডাউন চলে ৷ তার জেরেও যাত্রী পরিষেবা ব্যাহত হয় ৷ কিন্তু, এবার সেই পরিষেবা পুরোদস্তুর ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷