কোচবিহার, 7 এপ্রিল : "পারলে আপনাদের উর্দি খুলে ফেলে দিন। এই সভামঞ্চ নিয়ে যে নোংরামো করলেন তা আমি মনে রাখব। আমি দশ বছর রাজনীতিতে থাকব। আপনি কত বড় SP আমিও দেখে নেব।" প্রধানমন্ত্রীর সামনেই আজ কোচবিহারের SP অভিষেক গুপ্তাকে এভাবে ধমক দিলেন BJP নেতা মুকুল রায়।
"উর্দি খুলে ফেলে দিন", মোদির সামনেই SP-কে ধমক মুকুলের - superintendent of police
নরেন্দ্র মোদির উপস্থিতিতেই কোচবিহারের SP-কে ধমক মুকুল রায়ের। বললেন, "পারলে আপনাদের উর্দি খুলে ফেলে দিন। এই সভা মঞ্চ নিয়ে যে নোংরামো করলেন তা আমি মনে রাখব।"
কয়েকদিন ধরে কোচবিহারে নরেন্দ্র মোদির জনসভা নিয়ে BJP-তৃণমূল টানাপোড়েন চলছিল। আজ কোচবিহারের রাসমেলার মাঠে মোদির জনসভার দিন চূড়ান্ত ছিল। ওই মাঠেই 8 এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। কিন্তু, BJP-র সভামঞ্চ তৈরির আগেই মাঠজুড়ে তৃণমূল মঞ্চ তৈরি করে ফেলে। এতে বিপাকে পড়ে BJP নেতৃত্ব। পরে তৃণমূলের সভামঞ্চের একাংশ খুলে ফেলা হয়।
এপ্রসঙ্গে আজ নরেন্দ্র মোদির উপস্থিতিতে SP অভিষেক গুপ্তাকে ধমক দেন মুকুল। ধমক দেন কোচবিহারের রিটার্নিং অফিসারকেও। মোদির সামনে মুকুলের SP-কে ধমক দেওয়া নিয়ে বিতর্ক শুরু হয়েছে।