কোচবিহার, 26 অগাস্ট : দিনহাটার মাতালহাটে বুড়া ধরলা নদীর উপর ফুটব্রিজ তৈরির জন্য শিলান্যাস করা হল। বুধবার দুপুরে এই ফুটব্রিজে তৈরির জন্য শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সহ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া-সহ স্থানীয় জনপ্রতিনিধিরা।
দিনহাটায় বুড়াধরলা নদীতে সেতুর শিলান্যাস, বিরোধীদের দাবি ভোটের চমক
বুড়াধরলা নদী।মাতালহাট গ্রাম পঞ্চায়েতকে দুভাগে যেন ঙাগ করে বয়ে গিয়েছে এই নদী ৷ দুপাড়ের বাসিন্দাদের পাড়াপাড় করতে নদীর উপর থাকা সাঁকোই ছিল একমাত্র ভরসা ৷ কিন্তু শুখা মরসুমে তৈরি হওয়া সাঁকো ভরা বর্ষায় তলিয়ে গিয়েছে ৷ এখন এই বর্ষার সময়ে সাঁকো তৈরি হবে না ৷ তবুও মাতালহাটে বুড়াধরলা নদীর উপর ফুটব্রিজ তৈরির জন্য শিলান্যাস করা হল। শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
জানা গিয়েছে, দিনহাটা-1 ব্লকের উত্তর অংশের মধ্য দিয়ে বয়ে গিয়েছে বুড়াধরলা নদী। আর এই নদী দিনহাটা-1 ব্লকের মাতালহাট গ্রাম পঞ্চায়েতকে দুটি ভাগে ভাগ করে দিয়েছে। গ্রাম পঞ্চায়েতের বাইশগুড়ি, চাউলেরকুঠি, চকিয়ারপাড়া, পখিহাগা, ব্রহ্মত্তর ভূতকুড়া গ্রামের বাসিন্দাদের হাটবাজার, স্কুল কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে আসার জন্য নদী পেরিয়ে মাতালহাটে আসতে হয় নতুবা 6 কিলোমিটার ঘুরে মাতালহাটে আসতে হয়। বাসিন্দাদের চলাচলের জন্য শুখা মরশুমে বুড়াধরলা নদীর ওপর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে সাঁকো তৈরি করা হয়। কিন্তু ভরা বর্ষায় সেই সাঁকো তলিয়ে যাওয়ায় বাসিন্দাদের নৌকায় যাতায়াত করতে হচ্ছে।
প্রতিদিন কয়েক হাজার বাসিন্দা দফায় দফায় সেই নৌকায় চড়ে যাতায়াত করছে । কেউ বাজার করতে আসছে কেউ আবার গ্রাম পঞ্চায়েত অফিসে। দীর্ঘদিন ধরে এই এলাকায় সেতু তৈরির দাবি জানিয়ে আসছিলেন বাসিন্দারা। অবশেষে এই নদীর উপর বীরেনবাবুর ঘাটে ফুট ব্রিজ তৈরি হতে চলেছে। বুধবার সেই ফুটব্রিজের উদ্বোধন হলো। এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন 23 লাখ টাকা ব্যয়ে এই ফুটব্রিজ তৈরি হবে। যদিও এটাকে ভোটের চমক বলে দাবি BJP-র। BJP-র কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন, আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখেই ভোট আদায়ের লক্ষ্যে এই সেতুর শিলান্যাস করছে তৃণমূল। ওই সেতু আর হবে না। ওই সেতু এখন কবে তৈরি হয় সে-দিকেই তাকিয়ে মাতালহাটের বাসিন্দারা।