কোচবিহার, 21 ফেব্রুয়ারি: ভোট মরশুমে প্রকল্প উদ্বোধনের ধুম পড়ে গিয়েছে কোচবিহারে ৷ রাজনৈতিক মহলের অনুমান, আগামী সপ্তাহেই বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাবে ৷ একইসঙ্গে চালু হয়ে যাবে আদর্শ আচরণবিধি ৷ সেক্ষেত্রে সরকারের পক্ষে নতুন কোনও প্রকল্প ঘোষণা করা আর সম্ভব হবে না ৷ তাই হাতে যে ক’টা দিন রয়েছে, তার যথাসম্ভব সদ্ব্য়বহার করতে চান রাজনীতির কারবারিরা ৷ মানুষের মন পেতে তাই একের পর প্রকল্প উদ্বোধনের পালা চলছে ৷
রবিবার সকালে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বলরামপুরে স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধনের পর তুফানগঞ্জের চিলাখানায় একটি পশু চিকিৎসালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয় ৷ রবিবার দুপুরে এই ভবনের উদ্বোধন করেন মন্ত্রী নিজেই ৷