পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারে শাসকদলের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে বাম বিধায়ক, নেই মিহির গোস্বামী

রাস উৎসব উপলক্ষে যে কোচবিহার পৌরসভার উদ্যোগে শিল্প মেলা আয়োজিত হবে সেই মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে নাম নেই সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিধায়কের নাম । এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে জেলার সমস্ত শাসকদলের বিধায়ক এমনকী বাম বিধায়ক নগেন্দ্রনাথ রায়ের নাম রয়েছে । অথচ নাম নেই কোচবিহার দক্ষিণের বিধায়ক তথা তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যাওয়া বিধায়ক মিহির গোস্বামীর ।

Mihir Goswami is not invited
শিল্প মেলা

By

Published : Dec 4, 2020, 5:12 PM IST

Updated : Dec 4, 2020, 5:26 PM IST

কোচবিহার, 4 ডিসেম্বর : কোচবিহার পৌরসভার উদ্যোগে আয়োজিত শিল্প মেলা উদ্বোধনী অনুষ্ঠান আজ । দল-বদল করতেই শাসকদলের সেই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে নাম নেই বিজেপিতে যোগদানকারী বিধায়ক মিহির গোস্বামীর । এই মেলার উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ।

রাস উৎসব উপলক্ষে যে কোচবিহার পৌরসভার উদ্যোগে শিল্প মেলা আয়োজিত হবে সেই মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রে নাম নেই সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিধায়কের নাম । নেই বিজেপি সাংসদ নিশীথ প্রামানিকের নাম । আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজা শুরু হয়েছে কোচবিহারে । আজ বিকেল পাঁচটায় কোচবিহারের স্টেডিয়াম এর মাঠে রাস উৎসব উপলক্ষে শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠান হবে । এই অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে জেলার সমস্ত শাসকদলের বিধায়ক এমনকী বাম বিধায়ক নগেন্দ্রনাথ রায়ের নাম রয়েছে । অথচ নাম নেই কোচবিহার দক্ষিণের বিধায়ক তথা তৃণমূল ছেড়ে সদ্য বিজেপিতে যাওয়া বিধায়ক মিহির গোস্বামীর ।

আরও পড়ুন : তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী BJP-তে যোগ দিতেই উচ্ছ্বাস কোচবিহারে

মিহিরবাবু জানান, "এটা রাজনৈতিক অসৌজন্যতার পরিচয় । এই ঘটনাকে কেন্দ্র করে জোর তরজা শুরু হয়েছে । যদিও অনুষ্ঠানের উদ্যোক্তা তথা কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং বলেন, অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রের নাম দিতে গেলে অনুমতি লাগে । কোচবিহার দক্ষিণের বিধায়ক ও সংসদকে ফোনে পাওয়া যায়নি । তাঁদের অনুমতি না মেলায় আমন্ত্রণ পত্রে নাম দেওয়া যায়নি ।"

কোচবিহারে শাসকদলের অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে নেই মিহির গোস্বামী
অনুষ্ঠানের আমন্ত্রণপত্র
Last Updated : Dec 4, 2020, 5:26 PM IST

ABOUT THE AUTHOR

...view details