কোচবিহার, 19 মে:স্কুলে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আনতে যাওয়ার পথে এক ছাত্রীকে অপহরণের চেষ্টা ৷ অভিযুক্ত ব্যক্তিকে ধরে গণধোলাই দিল উত্তেজিত জনতা । শুক্রবার সকালে এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধায় । জানা গিয়েছে, চ্যাংরাবান্ধার দেবীকলোনি গ্রামের এক স্কুল ছাত্রী এদিন মাধ্যমিকের রেজাল্ট আনতে বাড়ি থেকে বের হয় । সেই সময় হাসেন আলি নামে এক ব্যক্তি ব্রহ্মপুর এলাকায় ওই ছাত্রীকে জোর করে বাইকে তুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ।
আরও জানা গিয়েছে, ওই ছাত্রীকে পাঁচ হাজার টাকা দেওয়ার প্রলোভনও দেয় ওই অভিযুক্ত । এই ছাত্রীটি জানিয়েছে, সে বারবার নিষেধ করা সত্ত্বেও ওই ব্যক্তি তার পিছু নিতে থাকে ৷ এরপর সে আশপাশের লোকজনকে বিষয়টি জানায় ৷ এলাকাবাসী ছুটে এসে ওই ব্যক্তিকে ধরে ফেলেন । এরপর তাকে বেধড়ক মারধর করা হয় । মারধরে আহত ওই ব্যক্তিকে পরে চিকিৎসার জন্য চ্যাংরাবান্ধা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । যদিও অভিযুক্ত হাসেন আলি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ৷ তার দাবি, সে ছাত্রীটিকে সাহায্য করার জন্যই তার সঙ্গে কথা বলছিল, রিসর্টে নিয়ে গিয়ে টাকা দেওয়ার কথা সে বলেনি ৷ তবে কেন সে আগ বাড়িয়ে অপিরিচিত ওই ছাত্রীর সঙ্গে কথা বলতে গেল, সে বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেনি অভিযুক্ত ৷