পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারে কাঁটাতারের ওপারের বাসিন্দাদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন পঞ্চায়েত প্রধান

লকডাউনের জেরে কাঁটাতারের ওপারে বাংলাদেশের দিকে আটকে পড়েছেন কোচবিহারের দিনহাটার এই বাসিন্দারা । তাই নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে গিয়ে সমস্যায় পড়েছেন তাঁরা ।

ছবি
ছবি

By

Published : Apr 22, 2020, 8:49 PM IST

কোচবিহার, 22 এপ্রিল : লকডাউনের জেরে চরম সমস্যায় পড়েছেন কোচবিহারে সীমান্ত এলাকার বাসিন্দারা। ইতিমধ্যেই সীমান্তের গেট বন্ধ করে দেওয়া হয়েছে । তাই প্রয়োজনীয় জিনিসপত্র নিতে আর ভারতের ভূখণ্ডে প্রবেশ করতে পারছেন না তাঁরা । এই পরিস্থিতিতে কাঁটাতারের ওপারে থাকা দিনহাটার গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের হাতে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী তুলে দিলেন পঞ্চায়েত প্রধান মমতাজ় বেগম।

দিনহাটা এলাকার একটা বড় অংশ রয়ে গেছে কাঁটাতারের ওই পারে বাংলাদেশের দিকে। প্রথমে ভূখণ্ডটি ছিল ছিটমহল। সেই হিসেবে বিবেচনা করে কাঁটাতার তৈরি হয়ে গেছে অনেক আগেই। তারপর ছিটমহল বিনিময় চুক্তির মাধ্যমে সম্পূর্ণ করোলা এলাকাটি এসেছে ভারতের দিকে। কিন্তু কাঁটাতার রয়ে গেছে। এদিকে লকডাউনের জেরে বন্ধ করে দেওয়া হয়েছে সীমান্তের গেট । তাই কাঁটাতারের ওপারে থাকা মানুষজন প্রয়োজনীয় জিনিসপত্র নিতে আর এপারে আসতে পারছেন না। রেশনের খাদ্য সামগ্রী তোলা যাচ্ছে না বলেও অভিযোগ উঠেছে। আজ এই এলাকার মানুষজনের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতাজ় বেগম। খাবার ছাড়াও নানা প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় ।

এবিষয়ে মমতাজ় বেগম বলেন, " তাঁরা এপারে আসতে পারছেন না। তাই আমরা তাঁদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিয়েছি। এই উদ্যোগে সহযোগিতা করেছেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরাও। একইসঙ্গে গ্রামবাসীদের নির্দেশ দেওয়া হয়, যাতে তাঁরা তাদের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন এবং সামাজিক দূরত্ব মেনে চলেন।"

ABOUT THE AUTHOR

...view details