কোচবিহার, 13 জুন : জেলার অধিকাংশ ICDS কেন্দ্রের পরিষেবা নিয়ে অভিযোগ উঠছে একাধিকবার । কোথাও দেওয়া হচ্ছে নিম্নমানের অপুষ্টিকর খাবার , কোথাও বা মিলছে না মিড-ডে মিল ৷ কার্যত বড় প্রশ্নের মুখে কোচবিহারের ICDS কেন্দ্রগুলির পরিষেবা ৷
অব্যবস্থার অভিযোগ তুলে কোচবিহার ICDS কেন্দ্রে বিক্ষোভ - কোচবিহার
জেলার ICDS কেন্দ্রগুলির পরিষেবা নিম্নমানের । এই অভিযোগ তুলে মেখলিগঞ্জ ব্লকের নিজতরফ গ্রাম পঞ্চায়েতের 76 নিজতরফ ICDS সেন্টারে বিক্ষোভ দেখান স্থানীয়রা ।
এর মধ্যে মেখলিগঞ্জের একটি ICDS কেন্দ্র থেকে মিলছে না খাবার। মিললেও অতি সামান্য ৷ গতকাল, এই অভিযোগে মেখলিগঞ্জ ব্লকের নিজতরফ গ্রাম পঞ্চায়েতের 76 নিজতরফ ICDS সেন্টারে বিক্ষোভ দেখান স্থানীয়রা । তাঁরা হেলাপাকড়ি-মেখলিগঞ্জ সড়ক অবরোধ করে ।
খবর পেয়ে মেখলিগঞ্জ থানার পুলিশ এবং মেখলিগঞ্জ ব্লকের CDPO জগদীশ রায় ঘটনাস্থানে পৌঁছায় । সেই সময় ক্ষুব্ধ জনতার বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁদেরও । পরিষেবায় দুর্নীতির অভিযোগ এনে CDPO ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা ৷ এই বিষয়ে মেখলিগঞ্জ এর CDPO জগদীশ রায় জানিয়েছেন, মেখলিগঞ্জের নিজতরফ গ্রাম পঞ্চায়েত এলাকার একটি ICDS সেন্টারে খাদ্যসামগ্রী বিলি নিয়ে বাসিন্দারা অভিযোগ তোলেন । তবে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করা হয়েছে ।