পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Lakshmir Bhandar: লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন পুরুষ ! হইচই মাথাভাঙায় - লক্ষ্মীর ভাণ্ডার

Lakshmir Bhandar Controversy: 2021 সালের বিধানসভা নির্বাচনে দেওয়া প্রতিশ্রুতি পূরণে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ৷ সেই প্রকল্পের টাকা একজন পুরুষের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকছে বলে অভিযোগ ৷ এই নিয়ে হইচই পড়েছে কোচবিহারের মাথাভাঙায় ৷

Lakshmir Bhandar
Lakshmir Bhandar

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 8:22 PM IST

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন পুরুষ ! হইচই মাথাভাঙায়

কোচবিহার, 2 অক্টোবর: রাজ্য সরকারের মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছে । জনপ্রিয় এই প্রকল্প ইতিমধ্যে গোটা দেশে হইচই পড়ে গিয়েছে । সেই প্রকল্পে কোচবিহারের মাথাভাঙায় লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন একজন পুরুষ ! এমনই অভিযোগ উঠেছে মাথাভাঙার পচাগর গ্রাম পঞ্চায়েত এলাকায় ।

এর আগেও মাথাভাঙায় একজন পুরুষ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়েছিল বলে অভিযোগ ওঠে ৷ এবার ফের একই ঘটনা ঘটল । দীর্ঘদিন ধরে যাঁর অ্যাকাউন্টে টাকা ঢুকছে বলে অভিযোগ, সেই মনোরঞ্জন দে-র বাড়ি পচাগড় এলাকায় । সম্প্রতি তিনি ব্যাংকের পাসবুক আপডেট করতে গিয়ে বিষয়টি জানতে পারেন । এরপর বিষয়টি তিনি স্থানীয় ব্যাংকে জানান ৷ মনোরঞ্জন দে নামে ওই ব্যক্তি জানান, অ্যাকাউন্টে টাকা বেশি ঢুকেছে সেটা সত্যি । তবে সেটা কীসের টাকা, তা তিনি জানেন না । বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষের কাছে জানিয়েছেন ।

পেশায় ক্ষুদ্র ব্যবসায়ী মনোরঞ্জন দে । তিনি জানান, টানাটানির সংসার । ব্যাংকের একটা অ্যাকাউন্ট থাকলেও, সেটাতেও খুব বেশি টাকা নেই । সামনে পুজো তাই টাকার দরকার । ব্যাংকে কত টাকা আছে সেটা জানার জন্য পাসবুক আপডেট করতে যান । এরপরই বিষয়টি সামনে আসে । তড়িঘড়ি ব্যাংকে লিখিত অভিযোগ জানান ।

এই ঘটনা নিয়ে বিজেপি অবশ্য কটাক্ষ করতে ছাড়েনি । বিজেপির কোচবিহার জেলা সহ-সভাপতি মনোজ ঘোষ জানান, দুর্নীতির পাহাড় রাজ্য জমে গিয়েছে গোটা রাজ্যে । তদন্ত করে যাঁরা এইসব ঘটনায় যুক্ত, তাঁদের শাস্তির দাবি জানান তিনি ।

যদিও তৃণমূল পরিচালিত পচাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান কুন্তী বর্মন জানান, বিষয়টি জানেন না । গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে । তবে ইচ্ছে করে এই ভুল, না অন্য কোনও ব্যাপার রয়েছে, তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে ।

আরও পড়ুন:মমতার ট্রাম কার্ড 'লক্ষ্মীর ভাণ্ডার'-এর খরচ পরিসংখ্যান দিয়ে জানালেন শশী পাঁজা

ABOUT THE AUTHOR

...view details