কোচবিহার, 27 অগাস্ট : 100 দিনের কাজ নিয়ে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জেরে উত্তেজনা ৷ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিধানসভা কেন্দ্র নাটাবাড়ির দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের 249 নম্বর বুথ এলাকায় এই ঘটনা ঘটে । এদিন অঞ্চল সভাপতির অনুগামীরা 100 দিনের কাজ করতে গেলে বুথ সভাপতির অনুগামীরা বাধা দেয় । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রবীন্দ্রনাথ ঘোষের বিধানসভা এলাকায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল - তৃণমুলের গোষ্ঠীকোন্দল
2021-এ বিধানসভা ভোট ৷ লোকসভা ভোটে উত্তরবঙ্গে তৃণমূলকে জোর ধাক্কা দিয়েছে BJP ৷ দলের শীর্ষ নেতৃত্ব উত্তবঙ্গে সংগঠনের ফাঁক ফোঁকর ভরাট করতে উদ্যোগী হলেও প্রায়দিনই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ প্রকাশ্যে চলে আসছে ৷ আজ 100 দিনের কাজ করাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তেজনা ছড়ায় ৷ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিধানসভা কেন্দ্র নাটাবাড়ির দেওচড়াই গ্রাম পঞ্চায়েতের 249 নম্বর বুথ এলাকায় এই ঘটনা ঘটে।
জানা গিয়েছে, এই এলাকাতে বুথ সভাপতি জয়নাল আবেদিনের সাথে অঞ্চল নেতা ফারুক মণ্ডলের দীর্ঘদিনের বিরোধ রয়েছে । এদিন সকালে অঞ্চল নেতা ফারুক মণ্ডলের অনুগামীরা 100 দিনের কাজ করতে গেলে বুথ সভাপতি জয়নাল আবেদিন ও তার অনুগামীরা বাধা দেয় । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় । সামনে বিধানসভার ভোট ৷ রাজ্য রাজনীতিতে BJP-র যে ভাবে উত্থান হয়েছে তাতে তৃণমূলের পক্ষে এবারের ভোট সহজ হবে না ৷ লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে BJP-র দাপটে তৃণমূলের পায়ের তলার মাটি অনেক আলগা হয়ে গিয়েছে ৷ তার মধ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রায় প্রতিদিন যে ভাবে মাথাচাড়া দিয়ে উঠছে তাতে দলের শীর্ষ নেতৃত্বের চিন্তার ভাঁজ আরও বাড়বে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিধানসভা এলাকায় বেশ কয়েকমাস ধরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্য়ে চলে আসছে ৷ সদ্য নিযুক্ত তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের অনুগামীদের সঙ্গে রবীন্দ্রনাথ ঘোষের বিরোধ দীর্ঘদিনের । অন্দরন ফুলবাড়ি-2 গ্রাম পঞ্চায়েত জেলা সভাপতি পার্থপ্রতিম রায় অনুগামীদের দখলে । কিছুদিন আগে জব কার্ডের তালিকায় নাম নথিভুক্ত করা নিয়ে পার্থ প্রতিম রায়ের অনুগামীদের সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের অনুগামীদের বিরোধ তুঙ্গে ওঠে ৷
আজ ফের নাটাবাড়ির দেওচড়াই গ্রাম পঞ্চায়েতে 100 দিনের কাজ নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়ায় ৷ বুথ সভাপতি জয়নাল আবেদিন বলেন, কারও সঙ্গে আলোচনা না করে ফারুক মণ্ডল বাইরে থেকে লোক এনে 100 দিনের কাজ করাচ্ছে । যদিও অঞ্চল নেতা ফারুক মণ্ডলের অভিযোগ, যখন মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে উন্নয়নের কাজ দিতে চাইছে তখন একশ্রেণীর লোক এর বিরোধিতা করছে। যারা বাধা দিচ্ছে তারা তৃণমূলের কেউ নয়। ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে তৃণমূল নেতৃত্ব।