পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারে নতুন করে ব্লক সভাপতি মনোনয়নের নির্দেশ - COOCHBEHAR

অভিযোগ, কোচবিহার জেলা তৃণমূলে গোষ্ঠী কোন্দল দীর্ঘদিনের। এই পরিস্থিতিতে জেলা তৃণমূলে নতুন করে ব্লক সভাপতি মনোনয়নের নির্দেশ দিল রাজ‍্য তৃণমূল।

 Instructions to nominate new block presidents in the district
Instructions to nominate new block presidents in the district

By

Published : Jun 22, 2020, 10:16 AM IST

কোচবিহার, 22 জুন: কোচবিহারে নতুন করে ব্লক সভাপতি মনোনয়নের নির্দেশ দিলেন রাজ‍্য তৃণমূল নেতৃত্ব। রাজ্যের তরফে সুব্রত বক্সি এনিয়ে কোচবিহার জেলা সভাপতি তথা অনগ্রসর কল‍্যাণ দপ্তরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মণের কাছে চিঠি পাঠিয়েছেন। এই নিয়োগ ঘিরে যাতে কোন্দল দেখা না দেয় সেজন্য বিধায়করা নাম মনোনয়ন করে জেলা সভাপতির কাছে জমা দেবেন। এছাড়া যে ব্লকে দুটি করে বিধানসভা পড়েছে সেইসব এলাকায় দুজন করে ব্লক সভাপতি মনোনয়নের নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযোগ, কোচবিহার জেলা তৃণমূলে গোষ্ঠী কোন্দল দীর্ঘদিনের। আর এই কোন্দলের জেরে গত লোকসভা নির্বাচনে কোচবিহারে তৃণমূল প্রার্থী পরাজিত হন। লোকসভা নির্বাচনের কয়েকমাসের মধ্যে তৎকালীন সভাপতি তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে সরিয়ে বিনয় বর্মণকে জেলা সভাপতি নিয়োগ করা হয়। পাশাপাশি দলের ব্লক কমিটি ভেঙে দিয়ে বিধানসভা ভিত্তিক কমিটি গঠন করা হয়। বছরখানেক এভাবে চলার পর নতুন ক‍রে ব্লক সভাপতি মনোনয়নের নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী বছর বিধানসভা নির্বাচন। রাজনৈতিক মহলের মত, তার আগে কোচবিহার জেলায় গোষ্ঠী কোন্দল থামাতে এই ব্লক সভাপতি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। আগে জেলায় 12 টি ব্লকে 12 জন ও 6 টি শহরে 6 জন মিলিয়ে মোট 18 জন ব্লক সভাপতি থাকলেও এবার তা বাড়িয়ে 22 জন করা হচ্ছে। কারণ জেলার একাধিক ব্লক রয়েছে যেখানে দুটি করে বিধানসভার অংশ পড়েছে। ওই ব্লকগুলিতে স্থানীয় বিধায়করা ব্লক সভাপতিদের নাম মনোনয়ন করে জেলা সভাপতির কাছে জমা দেবেন। আগামী 15 জুলাইয়ের মধ্যে ওই তালিকা জেলা সভাপতির কাছে জমা দিতে নির্দেশ দিয়েছেন রাজ‍্য নেতৃত্ব। তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মণ বলেন, জেলায় নতুন ক‍রে ব্লক সভাপতি মনোনীত করা হবে। রাজ‍্যের নির্দেশে এমনটা করা হচ্ছে। বিধানসভা ভিত্তিক যে কমিটি গড়া হয়েছে তাতে ব্লক সভাপতিরা থাকবেন।

নতুন করে ব্লক সভাপতি নির্বাচন করে কোচবিহার জেলায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল কতটা কমে এখন সেটাই দেখার।

ABOUT THE AUTHOR

...view details