পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাটমানি ফেরতের দাবিতে বাড়ির সামনে বিক্ষোভ, খোঁজ নেই ভাইস চেয়ারম্যানের - vice chairman

মুচলেকা দিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন কোচবিহারের মেখলিগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ রায় ৷ সেই মতো গতকাল টাকা ফেরত নিতে তাঁর বাড়ির সামনে ভিড় করেন স্থানীয়রা ৷ কিন্তু, টাকা ফেরত দেওয়া তো দূরের কথা, বাড়িতে তালা মেরে সপরিবারে বাড়ি ছেড়ে চলে যান অমিতাভবাবু ৷ এরপরই তাঁর বাড়ির সমানে অবস্থানে বসেন স্থানীয়রা ৷ জানান, টাকা না পাওয়া পর্যন্ত চলবে অবস্থান ৷

কাটমানি ফেরতের দাবিতে ভাইস চেয়ারম্যানের বাড়ির সামনে বিক্ষোভ

By

Published : Jul 23, 2019, 3:33 PM IST

Updated : Jul 23, 2019, 3:49 PM IST

মেখলিগঞ্জ, 23 জুলাই : চলতি মাসের 22 তারিখ (সোমবার) ফেরত দেবেন কাটমানি ৷ মুচলেকা দিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন কোচবিহারের মেখলিগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ রায় ৷ সেই মতো গতকাল টাকা ফেরত নিতে তাঁর বাড়ির সামনে ভিড় করেন স্থানীয়রা ৷ কিন্তু, টাকা ফেরত দেওয়া তো দূরের কথা, বাড়িতে তালা মেরে সপরিবারে বাড়ি ছেড়ে চলে যান অমিতাভবাবু ৷ এরপরই তাঁর বাড়ির সমানে অবস্থানে বসেন স্থানীয়রা ৷

ভিডিয়োয় দেখুন

অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়ার নাম করে প্রায় 90 জন উপভোক্তার কাছ থেকে মোট 21 লাখ টাকা কাটমানি নিয়েছিলেন অমিতাভবাবু ৷ টাকা ফেরতের দাবিতে 2 জুলাই তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ পরিস্থিতির চাপে তিনি মুচলেকা দিয়ে টাকা ফেরতের প্রতিশ্রুতি দেন । জানান 22 জুলাই টাকা ফেরত দেবেন ৷

গতকাল টাকা ফেরত নেওয়ার জন্য তাঁর বাড়িতে ভিড় জমান উপভোক্তারা ৷ কিন্তু টাকা ফেরত দেওয়া তো দূরের কথা, বাড়িতে তালা মেরে সপরিবারে বাড়ি ছেড়ে চলে যান অমিতাভবাবু ৷ তাঁকে না পেয়ে তাঁর বাড়ির সামনে অবস্থান শুরু করেন স্থানীয়রা ৷ জানান, টাকা না পাওয়া পর্যন্ত চলবে অবস্থান ৷

মিঠু বিশ্বাস (বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দা ) বলেন, "আমরা ভাইস চেয়ারম্যান অমিতাভ রায়ের বাড়িতে কাটমানি ফেরত নিতে আসি । কিন্তু এসে দেখি সব ঘরে তালা ঝোলানো রয়েছে ৷ গরিব মানুষের টাকা ফেরত দেওয়ার বদলে সপরিবারে পালিয়ে গেছেন ৷ কিন্তু কতদিন এইভাবে বাড়ি ছাড়া হয়ে থাকবে । ধরনায় বসেছি ৷ কাটমানি ফেরত না পাওয়া পর্যন্ত চলবে বিক্ষোভ ৷ "

যদিও এবিষয়ে অমিতাভবাবুকে একাধিকবার ফোন করা হলেও ফোন তোলেননি তিনি ৷

Last Updated : Jul 23, 2019, 3:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details