মেখলিগঞ্জ, 23 জুলাই : চলতি মাসের 22 তারিখ (সোমবার) ফেরত দেবেন কাটমানি ৷ মুচলেকা দিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন কোচবিহারের মেখলিগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান অমিতাভ রায় ৷ সেই মতো গতকাল টাকা ফেরত নিতে তাঁর বাড়ির সামনে ভিড় করেন স্থানীয়রা ৷ কিন্তু, টাকা ফেরত দেওয়া তো দূরের কথা, বাড়িতে তালা মেরে সপরিবারে বাড়ি ছেড়ে চলে যান অমিতাভবাবু ৷ এরপরই তাঁর বাড়ির সমানে অবস্থানে বসেন স্থানীয়রা ৷
অভিযোগ, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়ার নাম করে প্রায় 90 জন উপভোক্তার কাছ থেকে মোট 21 লাখ টাকা কাটমানি নিয়েছিলেন অমিতাভবাবু ৷ টাকা ফেরতের দাবিতে 2 জুলাই তাঁর বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷ পরিস্থিতির চাপে তিনি মুচলেকা দিয়ে টাকা ফেরতের প্রতিশ্রুতি দেন । জানান 22 জুলাই টাকা ফেরত দেবেন ৷