দিনহাটা, 8 জুন : মাধ্যমিক পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য কোচবিহারের দিনহাটায় । মৃত ছাত্রীর নাম বর্ণালী বর্মন । পরিবারের দাবি মাধ্যমিক পরীক্ষা হবে না জানতে পেরেই ওই ছাত্রী আত্মঘাতী হয়েছে । যদিও পুলিশ বিষয়টির তদন্ত শুরু করেছে ৷
পুলিশ সূত্রে খবর, দিনহাটার গোপালনগর এমএসএস উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বর্ণালী বরাবরই পড়াশোনায় ভাল । তার বাড়ি দিনহাটা শহর সংলগ্ন আমবাড়ি এলাকায় । এ বছর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতিও নিয়েছিল সে ৷ কিন্তু, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এ বছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে না । এর পরই ওই ছাত্রী মনমরা হয়ে পড়েছিল । তার পরেই রাতে তার ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে ।