কোচবিহার, 7 এপ্রিল : হোম কোয়ারান্টাইনে থাকা বাসিন্দাদের গতিবিধির উপর নজর রাখতে অ্যাপের সাহায্য নিচ্ছে কোচবিহার জেলা প্রশাসন ৷ কোয়ারান্টাইনে থাকা বাসিন্দারা যাতে নিজেদের মোবাইলে সেই অ্যাপ ডাউনলোড করেন, সেজন্য জেলা প্রশাসনের তরফে উদ্যোগ নেওয়া হয়েছে ৷
হোম কোয়ারান্টাইনে থাকা বাসিন্দাদের গতিবিধিতে অ্যাপের মাধ্যমে নজরদারি
হোম কোয়ারান্টাইনে থাকা মানুষের উপর নজরদারি চালাতে অ্যাপের সাহায্য নিল কোচবিহার জেলা প্রশাসন ৷ এই অ্যাপের মাধ্যমে কেউ বাড়ির বাইরে যাচ্ছেন কিনা তা ধরা পড়ে যাবে ৷ মোবাইলের লোকেশনের উপর নজর রাখবে এই অ্যাপ ৷
কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, "হোম কোয়ারান্টাইনে থাকা মানুষদের অ্যাপটি ডাউনলোড করার জন্য SMS করা হচ্ছে ৷" জেলা প্রশাসন সূত্রে খবর, কোচবিহারে 12,168জনকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে ৷ গতকাল নতুন করে 142জনকে হোম কোয়ারান্টাইনে রাখা হয় ৷ কিন্তু হোম কোয়ারান্টাইনে থাকা বাসিন্দাদের অনেকেই বাড়ির বাইরে চলে যাচ্ছেন ৷
গ্রামে ঘুরে বেড়ানোর পাশাপাশি হাট-বাজারে যাচ্ছেন ৷ অন্য মানুষের সঙ্গে মিশছেন ৷ এতে গ্রামে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে ৷ এছাড়া এর আগে কোয়ারান্টাইনে থাকা ভিনরাজ্য ফেরত এক শ্রমিকের পালিয়ে যাওয়ার ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায় ৷ যদিও পরে তাকে খুঁজে পাওয়া যায় ৷ এই পরিস্থিতি চললে কোরোনা মোকাবিলা করা কঠিন হয়ে দাঁড়াবে ৷ তাই এই অ্যাপের মাধ্যমে মোবাইলের টাওয়ারের লোকেশন দেখে তাদের গতিবিধির উপর নজরদারি চালানো যাবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে ৷