পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সোশ্যাল মিডিয়ায় সেলাই করা হাতের ছবি দিয়ে বিজেপিকে হুঁশিয়ারি উদয়নের - রাজ্যপাল

সোশ্যাল মিডিয়ায় সেলাই করা হাতের ছবি পোস্ট করে হুমকি দেওয়ার অভিযোগ দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে ৷ যে পোস্টকে ঘিরে চাঞ্চল্য কোচবিহারের রাজনীতিতে ৷

ex mla of dinhata Udayan Guha warns BJP with pictures of broken hands on social media in coochbehar
সোশ্যাল মিডিয়ায় সেলাই করা হাতের ছবি দিয়ে বিজেপিকে হুঁশিয়ারি উদয়ন গুহ’র

By

Published : May 30, 2021, 6:16 PM IST

কোচবিহার, 30 মে : প্লাস্টার কাটার পর ভাঙা হাতের সেলাইয়ের ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় কার্যত হুমকি দেওয়ার অভিযোগ দিনহাটার প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর বিরুদ্ধে ৷ আর সেই পোস্টে খোদ রাজ্যপাল জগদীপ ধনকড়ের নাম উল্লেখ করেছেন তিনি ৷ যে পোস্টে উদয়ন গুহ লিখেছেন, যতদিন না তাঁর হাতের দাগ মিলিয়ে যাচ্ছে, ততদিন জগদীপবাবুকে দিনহাটায় যেতে হবে বিজেপি কর্মীদের সান্ত্বনা দিতে ৷ তাঁর এই পোস্টের পরেই প্রশ্ন উঠছে, তবে কি সুস্থ হয়ে জেলায় ফেরার পর ফের বিজেপি কর্মীদের উপর হামলা হতে পারে ! যে প্রশ্নের উত্তরে উদয়ন গুহর জবাব, যা লেখার তিনি লিখে দিয়েছেন, এবার বাকিটা বুঝে নিতে হবে ৷

বিধানসভা নির্বাচনের আগে থেকেই উত্তপ্ত হয়েছিল কোচবিহারের দিনহাটা কেন্দ্র ৷ রোজই কোথাও না কোথাও তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা লেগেই থাকত ৷ দিনহাটায় মাত্র 57 ভোটে জিতেছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক ৷ রাজ্যে ফের তৃণমূল ক্ষমতায় আসায় বিজেপির কর্মী ও সমর্থকদের উপর একের পর এক হামলার অভিযোগ ওঠে ৷ কিন্তু ভোটের ফল বেরনোর কয়েকদিন পর দিনহাটা শহরে উদয়ন গুহের উপর হামলার অভিযোগ ওঠে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । সেই ঘটনায় হাত ভেঙে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি ৷ তাঁর দুই দেহরক্ষীও আহত হয়েছিলেন ৷

সোশ্যাল মিডিয়ায় সেলাই করা হাতের ছবি দিয়ে বিজেপিকে হুঁশিয়ারি উদয়ন গুহ’র

আরও পড়ুন : আহত উদয়নকে হাসপাতালে দেখতে এলেন রবি-পার্থ

এবার হাসপাতাল থেকে ছাডা় পেয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দিনহাটার প্রাক্তন বিধায়ক ৷ তারই মাঝে উদয়ন গুহর এই পোস্ট কার্যত সাড়া ফেলে দিয়েছে জেলার রাজনীতিতে ৷ কারণ ইতিমধ্যে কোচবিহারের শতাধিক বিজেপি কর্মী পরিবার নিয়ে পাশের রাজ্য অসমে ঠাঁই নিয়েছে ৷ তাঁদের ফেরাতে ইতিমধ্যে মানবাধিকার কমিশনের চিঠি পৌঁছেছে রাজ্যের কাছে ৷ এমনকি শিশু অধিকার সুরক্ষা কমিশনের তরফেও জেলার পুলিশ সুপারের কাছে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details