পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজার শহরের নিকাশি ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে কোচবিহার পৌরসভা

সামনেই বর্ষা, এই পরিস্থিতিতে এবার আগেভাগেই কোচবিহার পৌরসভা রাস্তায় নেমেছে ।

রাজার শহরের নিকাশি ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে কোচবিহার পৌরসভা
রাজার শহরের নিকাশি ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে কোচবিহার পৌরসভা

By

Published : May 29, 2021, 8:05 PM IST

কোচবিহার, 29 মে : ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে রাজার শহর কোচবিহার । প্রতিবছরই বর্ষার সময় চরম ভোগান্তির মুখে পড়তে হয় শহরবাসীকে । তাই এবার বর্ষা আসার আগে আগেই শহরের নিকাশি ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে কোচবিহার পৌরসভা ।

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ হাইড্রেন যেগুলো দীর্ঘদিন ধরে সংস্কার করা হয় না সেগুলো পরিষ্কার করার কাজে নেমেছেন পৌরসভার কর্মীরা । পাশাপাশি বিভিন্ন এলাকায় ড্রেনে নোংরা আবর্জনা জমে জল বেরোনোর মুখ বন্ধ হয়ে গিয়েছে । সেগুলো পরিষ্কার করা হচ্ছে । কোচবিহার সদরের মহকুমা শাসক তথা কোচবিহার পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক শেখ রাকিবুর রহমান বলেন, ‘‘সামনেই বর্ষা তাই শহরের গুরুত্বপূর্ণ হাইড্রেনগুলি পরিষ্কার করার কাজ হচ্ছে । নিকাশি ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে ।"

রাজার শহর কোচবিহার। সুন্দর এই শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই শহরের বাসিন্দাদের অভিযোগ । প্রতিবছর বর্ষার সময় জলমগ্ন হয়ে পরে শহরের গুরুত্বপূর্ণ এলাকা । বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থা বেহাল । হাইড্রেনগুলো পরিষ্কার করা হয় না । ফলে ভারীবৃষ্টিতে জল ঠিকমতো বের হয় না । এর ফলে বাসিন্দাদের দিনের পর দিন জলমগ্ন হয়ে থাকতে হয় ।

আরও পড়ুন :বাংলার উন্নতিতে প্রধানমন্ত্রী বললে পা ধরতেও রাজি মমতা

সামনেই বর্ষা, এই পরিস্থিতিতে এবার আগেভাগেই কোচবিহার পৌরসভা রাস্তায় নেমেছে । গত কয়েকদিন ধরেই এই পরিষ্কার করার কাজ চলছে এবং আগামীতেও চলবে বলে পৌরসভা সূত্রে জানা গিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details