পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা-আতঙ্কে বন্ধ রোজগার, যৌনকর্মীদের পাশে প্রশাসন

কোরোনা নিয়ে আতঙ্ক তৈরির পরই রুটি-রুজি বন্ধ ৷ সমস্যায় পড়েছেন কোচবিহারের চ্যাংরাবান্ধার যৌনকর্মীরা ৷ তাঁদের পাশে এসে দাঁড়াল প্রশাসন ৷ আজ তাঁদের খাদ্যসামগ্রী দান করা হয় ৷

যৌনকর্মীদের পাশে প্রশাসন
যৌনকর্মীদের পাশে প্রশাসন

By

Published : Mar 29, 2020, 8:29 PM IST

কোচবিহার, 29 মার্চ : কোরোনা ভাইরাসের আতঙ্কে বন্ধ যৌনপল্লি ৷ সংক্রমণ থেকে বাঁচতে নিজেরাই বন্ধ করে দেন পল্লিতে ঢোকার মূল রাস্তা ৷ কার্যত, কোরোনা নিয়ে আতঙ্ক তৈরির পরই রুটি-রুজি বন্ধ ৷ বর্তমানে সমস্যায় পড়েছেন কোচবিহারের চ্যাংরাবান্ধার যৌনকর্মীরা ৷

আর্থিক দিক থেকে দুর্বল, দু্স্থ ও বয়স্ক যৌনকর্মীদের বর্তমানে দু'বেলা খাবার জোগাড় করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে ৷ এই অবস্থায় তাঁদের সাহায্য করতে এগিয়ে এল মেখলিগঞ্জ ব্লক প্রশাসন ৷ আজ ব্লক প্রশাসন ও চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের তরফে তাঁদের হাতে চাল, ডাল, তেল, সয়াবিন ইত্যাদি খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয় ৷

উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য সুনির্মল গুহ ৷ মেখলিগঞ্জ ব্লকের জয়েন্ট BDO দেবব্রত সান্যাল-সহ অন্যরা ৷ খাদ্যসামগ্রী পেয়ে খুশি তাঁরা ৷ বলেন, "কোরোনা আতঙ্কে আয় বন্ধ ৷ বর্তমানে অনেকেই খাবার জোগাড় করতে পারছেন না ৷ সমস্যা হচ্ছে ৷ এই সমস্যার কথা স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যকে জানিয়েছিলাম ৷" আজ প্রশাসনিক আধিকারিকরা খাদ্যসামগ্রী বিলি করেন ৷ নিয়মিত এই খাদ্যসামগ্রী দেওয়া হবে বলেও প্রশাসনের তরফে জানানো হয় ৷

ABOUT THE AUTHOR

...view details