দিনহাটা, 20 মার্চ : গোষ্ঠীকোন্দলের মাঝেই তির-ধনুক ও বোমা-সহ দুই দুষ্কৃতীকে ধরে ফেলল তৃণমূল কর্মীরা । শুক্রবার ভোররাতে দুই দুষ্কৃতীকে দিনহাটার শালমারা এলাকা থেকে পাকড়াও করা হয়। তাদের দীর্ঘক্ষণ গাছে বেঁধে রেখে মারধর করা হয় বলে অভিযোগ । পরে সাহেবগঞ্জ থানার পুলিশ এলে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বোমা-তিরধনুক সহ 2 দুষ্কৃতীকে গাছে বেঁধে মারধর
তৃণমূলের গোষ্ঠী-কোন্দলের মাঝে বোমা ও তিরধনুক সহ 2 দুষ্কৃতীকে গাছে বেঁধে মারধর ৷
এলাকা দখলকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরে দিনহাটা শালমারা এলাকায় তৃণমূলের গোষ্ঠীকোন্দল চলছিল ৷ বুধবার রাতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয় । ঘটনায় তিনজন আহত হন । এরপর গতকাল রাতে বোমা ও তির-ধনুক নিয়ে কিছু দুষ্কৃতী ওই এলাকায় তাণ্ডব চালাচ্ছিল । শুক্রবার ভোররাতে দুই দুষ্কৃতীকে পাকড়াও করা হয় । এরপর গাছে বেঁধে তাদের মারধর করা হয় বলে অভিযোগ ৷
তৃণমূল যুবর কোচবিহার জেলা সভাপতি বিষ্ণুব্রত বর্মণ বলেন, " যাঁদের ধরা হয়েছে, তাঁরা BJP কর্মী ৷ তাঁরা এলাকায় অশান্ত করতে এসেছিলেন ।" অপরদিকে, BJP-র কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভার পালটা অভিযোগ যে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ফলে ওই ঝামেলা হচ্ছে । সেই কোন্দল ঢাকতে এখন BJP-র বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হচ্ছে ৷