কোচবিহার, 1 জুন : সিতাই ও শীতলকুচির আক্রান্ত বিজেপি কর্মীদের পাশে দাঁড়াতে উদ্যোগী হল বিজেপি । বুধবার শীতলকুচিতে যাবে বিজেপি নেতা সায়ন্তন বসুর নেতৃত্বে এক প্রতিনিধি দল । সেখানে আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে যাবেন তিনি । কথা বলবেন তাঁদের পরিবার-পরিজনদের সঙ্গে ।
আজ দুপুরে বিজেপির কোচবিহার জেলা কার্যালয়ে সায়ন্তন বসু বলেন, "যে বিজেপি কর্মীরা মারা গিয়েছেন, তাঁদের প্রাণ ফিরিয়ে দিতে পারব না । কিন্তু তাঁদের পাশে দাঁড়ানো আমাদের দরকার ।"
বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় অশান্তির ঘটনা ঘটছে । আক্রান্ত হচ্ছেন বিজেপি কর্মীরা । আক্রান্তদের পাশে বিজেপি নেতৃত্ব না দাড়ানোয় কর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে । এরই মধ্যে মঙ্গলবার কোচবিহারে আসলেন বিজেপি নেতা সায়ন্তন বসু । আগামিকাল সিতাই ও শীতলকুচি যাবেন তিনি ।