পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চলতি সপ্তাহেই কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হচ্ছে কোরোনা পরীক্ষা

সোয়াব টেস্টের জন্য কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে বসানো হল মেশিন। চলতি সপ্তাহেই শুরু হবে সোয়াবের নমুনা পরীক্ষা ।

Corona test will start at coochbehar medical college
Corona test will start at coochbehar medical college

By

Published : May 28, 2020, 6:35 PM IST

কোচবিহার, 28 মে : চলতি সপ্তাহে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হচ্ছে সোয়াব টেস্ট । কোরোনা পরীক্ষার জন্য মেডিকেল কলেজে ট্রুম‍্যাট নামক টেস্টিং মেশিন বসানো হয়েছে‌ । মে মাসের শেষের দিকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত সোয়াবের নমুনা পরীক্ষার কাজ শুরু হবে । এমনটাই জানিয়েছে কোচবিহার জেলা শাসক দপ্তর ।

জেলাশাসক পবন কাদিয়ান বলেন, “সোয়াবের নমুনা পরীক্ষার মেশিন কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ইতিমধ্যেই বসানো হয়েছে । সংগৃহীত লালারস পরীক্ষার জন্য জেলায় প্রথম নতুন মেশিন আনা হয়েছে । দু-একদিনের মধ্যেই লালারসের নমুনা পরীক্ষা শুরু হয়ে যাবে ।”

কোচবিহারে এখনও পর্যন্ত দুজনের শরীরে কোরোনা ভাইরাস মিলেছে । এদের মধ্যে একজনকে মহারাষ্ট্র থেকে নিয়ে আসা হয়েছে । কিন্তু পথেই তাঁর মৃত্যু হয় । অপরজন ওই মৃত যুবকের বাবা । তিনি আপাতত শিলিগুড়ির কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন ।

জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, কোচবিহারের বিভিন্ন এলাকা থেকে নমুনা সংগ্রহ করে শিলিগুড়িতে পাঠানো হচ্ছে পরীক্ষার জন্য । কিন্তু সেখানে চাপ বেড়ে যাওয়ায় এখন প্রতিদিন গড়ে ৫০ টি করে নমুনা পাঠানো হচ্ছে । তাতেও সেই রিপোর্ট আসতে দেরি হচ্ছে ।

গতকাল পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্তের ৫৬০০ টি সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে শিলিগুড়িতে । তারমধ্যে রিপোর্ট পাওয়া গিয়েছে ৩৬৩৮ জনের । বাকিদের রিপোর্ট পেতে সময় লাগছে । তাই আর অপেক্ষা না করেই কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতলে ট্রুম‍্যাট মেশিন বসানো হল ।

ABOUT THE AUTHOR

...view details