কোচবিহার, 28 মে : চলতি সপ্তাহে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে শুরু হচ্ছে সোয়াব টেস্ট । কোরোনা পরীক্ষার জন্য মেডিকেল কলেজে ট্রুম্যাট নামক টেস্টিং মেশিন বসানো হয়েছে । মে মাসের শেষের দিকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংগৃহীত সোয়াবের নমুনা পরীক্ষার কাজ শুরু হবে । এমনটাই জানিয়েছে কোচবিহার জেলা শাসক দপ্তর ।
জেলাশাসক পবন কাদিয়ান বলেন, “সোয়াবের নমুনা পরীক্ষার মেশিন কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ইতিমধ্যেই বসানো হয়েছে । সংগৃহীত লালারস পরীক্ষার জন্য জেলায় প্রথম নতুন মেশিন আনা হয়েছে । দু-একদিনের মধ্যেই লালারসের নমুনা পরীক্ষা শুরু হয়ে যাবে ।”
কোচবিহারে এখনও পর্যন্ত দুজনের শরীরে কোরোনা ভাইরাস মিলেছে । এদের মধ্যে একজনকে মহারাষ্ট্র থেকে নিয়ে আসা হয়েছে । কিন্তু পথেই তাঁর মৃত্যু হয় । অপরজন ওই মৃত যুবকের বাবা । তিনি আপাতত শিলিগুড়ির কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন ।