পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা মোকাবিলায় কোচবিহারে কন্ট্রোলরুম - কোচবিহার জেলা মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুমিত গাঙ্গুলি

স্বাস্থ্যদপ্তরের নির্দেশে কোরোনা মোকাবিলায় সবরকমের প্রস্তুতি নিয়েছে কোচবিহার জেলা প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ । কোচবিহার ও দিনহাটার হাসপাতালের দুটি বিল্ডিং চিহ্নিত করা হয়েছে কোরোনা চিকিৎসার জন্যে ৷

Corona precaution is in Cooch Behar
কোরোনা মোকাবিলায় কোচবিহারে খোলা হল কন্ট্রোলরুম

By

Published : Mar 13, 2020, 1:34 PM IST

কোচবিহার, 13 মার্চ : কোরোনা ঠেকাতে কন্ট্রোলরুম খুলল কোচবিহার জেলা স্বাস্থ্যবিভাগ । কোরোনা আক্রান্ত কোনও রোগীর সন্ধান মিললে কোচবিহার ও দিনহাটার হাসপাতালের দুটি বিল্ডিং চিহ্নিত করা হয়েছে যেখানে রেখে তাদের চিকিৎসা করানো হবে ।

স্বাস্থ্যদপ্তরের নির্দেশে কোরোনা নিয়ে ইতিমধ্যে সবধরনের প্রস্তুতি নিয়েছে কোচবিহার জেলা প্রশাসন ও স্বাস্থ্যবিভাগ । কোরোনা ভাইরাস নিয়ে সচেতনতা বাড়াতে একটি ভিডিয়ো তৈরি করে সোশাল মিডিয়ায় প্রচার চালাচ্ছে প্রশাসন । এছাড়া কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের বহির্বিভাগে কোরোনা রোগী সন্দেহভাজনদের চিকিৎসা সংক্রান্ত যাবতীয় পরামর্শ দেওয়া হবে । মেডিকেলে পৃথক আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে । পাশাপাশি চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টে স্ক্রিনিং সেন্টার চালু করা হয়েছে, যেখানে বাংলাদেশ থেকে আসা সমস্ত বাসিন্দাদের স্ক্রিনিং করা হচ্ছে ।

কোচবিহার জেলা মুখ‍্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গাঙ্গুলি বলেন, ‘‘জেলায় কোরোনা আক্রান্তের সন্ধান মিললে যাতে চিকিৎসা করা যায় সেজন্য দুটি বিল্ডিং চিহ্নিত করে পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে ।’’

ABOUT THE AUTHOR

...view details