কোচবিহার, 25 ডিসেম্বর : কোচবিহার জেলার বাজারগুলির পরিকাঠামো উন্নয়নে 83 কোটি টাকার বাজেট পেশ করল জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতি। 25টি বড় প্রকল্প ও 13টি ছোটো প্রকল্প রয়েছে এর মধ্যে। বাজারের রাস্তা সংস্কার থেকে গোডাউন সংস্কার কিংবা শৌচাগার তৈরি আবার কোথাও নর্দমা তৈরির পরিকল্পনা নিয়েছে বাজার সমিতি।
কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, নিয়ন্ত্রিত বাজার সমিতির অধীন বিভিন্ন বাজার সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে। সেজন্য 83 কোটি টাকার বাজেট তৈরি হয়েছে। সেই বাজেট অনুমোদন হলেই কাজ শুরু হবে। কোচবিহার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির অধীন 72টি বাজার রয়েছে। এই বাজারগুলির মধ্যে বেশকিছু বাজার আছে যেখানে বাজারের ভেতরে রাস্তা বেহাল,কোথাও আবার শৌচাগার নেই। শেডঘর বেহাল। মালপত্র রাখার গোডাউন নেই। দীর্ঘদিন ধরে এই বাজারগুলোর সংস্কারের দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে।