পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাজার সংস্কারে 83 কোটি টাকার বাজেট পেশ কোচবিহার জেলা প্রশাসনের - coochbehar district administration

কোচবিহারের বাজারগুলির বেহাল রাস্তা ৷ মালপত্র রাখার গোডাউন নেই ৷ বেহাল বাজার সারাইয়ের জন্য় জেলা প্রশাসন 83 কোটি টাকার বাজেট পেশ করল ৷

market
জেলার বাজার সংস্কারে বাজেট প্রশাসনের

By

Published : Dec 25, 2020, 9:23 PM IST

কোচবিহার, 25 ডিসেম্বর : কোচবিহার জেলার বাজারগুলির পরিকাঠামো উন্নয়নে 83 কোটি টাকার বাজেট পেশ করল জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতি। 25টি বড় প্রকল্প ও 13টি ছোটো প্রকল্প রয়েছে এর মধ্যে। বাজারের রাস্তা সংস্কার থেকে গোডাউন সংস্কার কিংবা শৌচাগার তৈরি আবার কোথাও নর্দমা তৈরির পরিকল্পনা নিয়েছে বাজার সমিতি।

কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, নিয়ন্ত্রিত বাজার সমিতির অধীন বিভিন্ন বাজার সংস্কারে উদ্যোগ নেওয়া হয়েছে। সেজন্য 83 কোটি টাকার বাজেট তৈরি হয়েছে। সেই বাজেট অনুমোদন হলেই কাজ শুরু হবে। কোচবিহার জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলা নিয়ন্ত্রিত বাজার সমিতির অধীন 72টি বাজার রয়েছে। এই বাজারগুলির মধ্যে বেশকিছু বাজার আছে যেখানে বাজারের ভেতরে রাস্তা বেহাল,কোথাও আবার শৌচাগার নেই। শেডঘর বেহাল। মালপত্র রাখার গোডাউন নেই। দীর্ঘদিন ধরে এই বাজারগুলোর সংস্কারের দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে।

আরও পড়ুন : মমতার সরকারের জন্যই দুর্দশার শিকার বাংলার কৃষকরা, সরাসরি আক্রমণ মোদির

সেই সংস্কারের জন্য 25টি বড় প্রকল্প এবং 13টি ছোটো প্রকল্প নেওয়া হয়েছে। সব মিলিয়ে 83 কোটি টাকার বাজেট তৈরি হয়েছে। জানা গিয়েছে, কোরোনার কারণে বহু এলাকায় দীর্ঘদিন কাজ হয়নি। তাই সেই কাজ যাতে দ্রুততার সঙ্গে করা যায় সেই জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details