পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রয়াত কোচবিহারের তৃণমূল যুবনেতা বিষ্ণুব্রত বর্মণ

কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করলেন কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিষ্ণুব্রত বর্মণ । তাঁর বয়স হয়েছিল 48 বছর। পরিবার সূত্রে জানা গিয়েছে, ফুসফুসের সংক্রমণ থেকেই মৃত্যু হয়েছে তাঁর ।

কোচবিহার
কোচবিহার

By

Published : Jul 29, 2020, 5:25 PM IST

কোচবিহার, 29 জুলাই : কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক বিষ্ণুব্রত বর্মণের (48 ) মৃত্যু হল । আজ দুপুরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয় । পরিবার সূত্রে জানা গিয়েছে, মূলত ফুসফুসে সংক্রমণ থেকেই মৃত্যু হয়েছে তাঁর । স্ত্রী ও এক পুত্র নিয়ে ছিল তাঁর সংসার । তিনি কিছু দিনের জন্য তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতির দায়িত্ব সামলে ছিলেন। যুব তৃণমূল নেতার মৃত্যুতে শোকের ছায়া জেলা তৃণমূলে।

প্রাক্তন সাংসদ প্রসেনজিৎ বর্মণের পুত্র বিষ্ণুব্রত বর্মণ দীর্ঘদিন ধরে কোচবিহার জেলা ক্রীড়া সংস্থার দায়িত্বে ছিলেন । মাস ছয়েক আগে কোচবিহার জেলা যুব তৃণমূলের সভাপতির দায়িত্ব দেওয়া হয়। বেশ কিছু বছর ধরে ফুুুুসফুস ও কিডনির সমস্যায় ভুগছিলেন । দিন দশেক আগে শারীরিক সমস্যা দেখা দিলে কোচবিহার মেডিকেলে ভরতি করা হয় । সেখানে শারীরিক সমস্যা বেড়ে যাওয়ায় তাঁকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভরতি করা হয় । 23 জুলাই জেলা যুব তৃণমূলের সভাপতির পদ থেকে সরিয়ে অভিজিৎ দে ভৌমিককে বসানো হয় ।

গতকাল তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্স করে তাঁকে কলকাতায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু ফুসফুসের সংক্রমণের কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে বাই রোডে কলকাতায় নিয়ে যাওয়া হয়। আজ সকালে সেখানে পৌছানোর পর কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেখানেই দুপুর বারোটা নাগাদ তাঁর মৃত্যু হয়।

কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতীম রায় বলেন, “বিষ্ণুদার মৃত্যুতে দলের ক্ষতি হল। "

ABOUT THE AUTHOR

...view details