পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বেসরকারি সংস্থায় কোচবিহার পৌরসভার বিদ্যুৎ পরিষেবা ও জঞ্জাল সাফাইয়ের দায়িত্ব

আবর্জনা সাফাই এবং বিদ্যুৎ পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ কোচবিহার পৌরসভায় ৷ আর সেই কারণেই এবার কোচবিহার পৌরসভার জঞ্জাল সাফাই এবং বিদ্যুৎ পরিষেবার দায়িত্ব বেরসকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসক মণ্ডলী ৷

cleaning and electricity service of coochbehar municipalty hand over to privat company in
বেসরকারি সংস্থায় কোচবিহার পৌরসভার বিদ্যুৎ পরিষেবা ও জঞ্জাল সাফাইয়ের দায়িত্ব

By

Published : Feb 9, 2021, 7:04 PM IST

কোচবিহার, 9 ফেব্রুয়ারি: কোচবিহার শহরের বিদ্যুৎ পরিষেবা ও জঞ্জাল সাফাইয়ের দায়িত্ব বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছে পৌরসভা। সম্প্রতি কোচবিহার পৌরসভার বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া পৌরসভায় অকেজো হয়ে পড়ে থাকা বিভিন্ন গাড়ি, জলের ট্যাঙ্ক, জেনারেটর সহ বহু পুরনো জিনিস নিলাম করার সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা।

পুরো বিষয়টি নিয়ে পৌরসভার প্রশাসক ভূষণ সিং বলেন, ‘‘অনেক কর্মী নিজেদের দায়িত্ব ঠিক মতো পালন করেননি । ফলে নানা সমস্যা তৈরি হচ্ছে । তাই পৌরসভার আবর্জনা সাফাই ও বিদ্যুৎ পরিষেবা বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হচ্ছে।’’ কোচবিহার শহরের আবর্জনা ঠিক মতো সাফাই হয়নি বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে পৌর এলাকার নাগরিকদের মধ্যে । প্রায় শহরের বিভিন্ন অলিগলি ও রাস্তার ধারে আবর্জনা পড়ে থাকে। সাফাইকর্মীদের একাংশ ঠিক মতো কাজ করে না বলেই এই পরিস্থিতি তৈরি হয়েছে ৷ এছাড়া বিদ্যুৎ পরিষেবা নিয়েও বিস্তর অভিযোগ রয়েছে। লাইট খারাপ হয়ে পড়ে থাকলে সারাই হতে দেরি হয়। আবার দিনের বেলাতেও রাস্তায় আলো জ্বলতে থাকে। তাই সাফাই ও বিদ্যুৎ পরিষেবা বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আরও পড়ুন : নির্বাচনের আগে 8 হাজার জলের সংযোগ দিচ্ছে কোচবিহার পৌরসভা

পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিরোধিরা। পৌরসভার বিরোধী দলনেতা সিপিএমের মহানন্দ সাহা বলেন, পৌরসভা মানুষকে পরিষেবা দিতে পারছে না। তাই বেসরকারি সংস্থার হাতে দায়িত্ব তুলে দিলে, মানুষ যদি পরিষেবা পায়, তবে খুবই ভাল ।

ABOUT THE AUTHOR

...view details