দিনহাটা (কোচবিহার) : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে জখম হলেন ২ তৃণমূল কর্মী । ঘটনাটি বৃহস্পতিবার রাতের দিনহাটা-২ ব্লকের শালমারা এলাকার । গুরুতর জখম অবস্থায় দুই তৃণমূল কর্মী বর্তমানে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷ যদিও গোষ্ঠী কোন্দলের অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ।
আরও পড়ুন :চেক পোস্ট বসিয়ে বিজেপি সমর্থকদের থেকে তোলা আদায় তৃণমূলের, অভিযোগ শুভেন্দুর
জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েতের ক্ষমতার দখল কোন তৃণমূল গোষ্ঠী নেবে, এ নিয়ে দীর্ঘদিন ধরে দিনহাটা 2 ব্লকের নাজিরহাটের দুই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের মধ্যে ঝামেলা চলছে ৷ বিধানসভা নির্বাচনের আগে থেকে এলাকার দাপুটে নেতা পঞ্চায়েত সমিতির সদস্য তরণীকান্ত বর্মন ও প্রাক্তন বিধায়ক উদয়ন গুহর মধ্যে বিরোধ ছিল ৷ কিন্তু তা প্রকাশ্যে আসেনি ৷ গতকালের এই ঘটনায় দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ দলের বাইরে বেরিয়ে আসে ৷ তৃণমূল কর্মী প্রসেনজিৎ কর্মকার প্রাক্তন অঞ্চল সভাপতি ডিম্পল রায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ৷ তাঁর অভিযোগ, সেই কারণেই তাঁর উপর হামলা চালায় বর্তমান অঞ্চল সভাপতি মনভোলা বর্মন ও তাঁর অনুগামীরা ৷ তিনি বাজার থেকে ফিরছিলেন, সেই সময় তাঁকে মারধর করা হয় ৷ অনুমান, এক সময়ের বিধায়ক তথা দাপুটে তৃণমূল নেতা উদয়ন গুহর কাছের মানুষ থাকলেও বর্তমানে তাঁর থেকে দূরত্ব বজায় রাখছেন প্রসেনজিৎ ৷
যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে অঞ্চল সভাপতি মনভোলা বর্মন । ঘটনার তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ ।