কোচবিহার, 21 জুলাই : প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের উদ্যোগে আয়োজিত শহিদ দিবস পালনের কর্মসূচি হাইজ্যাক করলেন কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতীম রায়। জানা যায় রবীন্দ্রনাথ ঘোষের পতাকা তোলার আগেই জেলা তৃণমূল সভাপতি তার অনুগামীদের নিয়ে গিয়ে আগেভাগেই পতাকা তুলে দেন।
এই ঘটনা ঘিরে শাসক দলের গোষ্ঠীকোন্দল ফের একবার প্রকাশ্যে। যদিও জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতীম রায় চলে যাওয়ার পর রবীন্দ্রনাথ ঘোষ তার অনুগামীদের নিয়ে এসে শহিদ দিবস উদযাপন করে কোচবিহারে। অল্প সময়ের ব্যবধানে দুই শীর্ষ নেতার এই উদযাপন ঘিরে চাপানউতর শুরু হয়েছে জেলা তৃণমূলে।
জানা গিয়েছে, কোচবিহার জেলা তৃণমূলে গোষ্ঠীকোন্দল দীর্ঘদিনের। বিশেষ করে প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতীম রায়ের বিরোধ এতটাই যে দুই নেতার মুখ দেখাদেখি কার্যত বন্ধ। এরই মধ্যে তৃণমূলের রাজ্য সহ সভাপতি তথা প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জেলা তৃণমূল কার্যালয়ের সামনে শহিদ দিবস উদযাপনের কর্মসূচি নেন।
আরও পড়ুন: বিজেপিকে হারানোর লক্ষ্যে এবার দেশজুড়ে খেলা হবে, ঘোষণা মমতার