মেখলিগঞ্জ (কোচবিহার), 1 জুন : পুলিশে মারধরের অভিযোগ করায় ফের হামলা ৷ ডিএসও এবং টিএমসিপি সমর্থকদের মধ্যে এই সংঘর্ষকে কেন্দ্র করে উত্তাল মেখলিগঞ্জ কলেজ (Clash Between TMCP and DSO Workers in Mekhliganj College) ৷ বাম ছাত্র সংগঠন ডিএসও’র সদস্যদের অভিযোগ, গত 28 মে তাদের কলেজ এলাকায় দেওয়াল লিখনে বাধা দেয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ৷ তার প্রতিবাদ করায় মারধর করা হয় বলেও অভিযোগ করেছে ডিএসও’র সদস্যরা ৷ সেই নিয়ে পুলিশে অভিযোগ জানালে, মঙ্গলবার ফের ডিএসও সদস্যদের উপর হামলা করা হয় বলে অভিযোগ ৷
ডিএসও’র সদস্যরা জানিয়েছেন, জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে গত 28 মে মেখলিগঞ্জ কলেজে দেওয়াল লিখন হচ্ছিল ৷ অভিযোগ সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদের দেওয়াল লিখনে বাধা দেয় এবং প্রতিবাদ করায় মারধর করে ৷ এ নিয়ে মেখলিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে ডিএসও’র সদস্যরা ৷ কিন্তু, পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ উঠেছে ৷ এর পর গতকাল অভিযোগকারী ডিএসও সদস্যরা কলেজে গেলে, ফের তাঁদের উপর হামলা করা হয়েছে ৷ সেই সময় দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় ৷ দু’পক্ষের 6 জন এই মারামারিতে আহত হয়েছেন ৷