পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMCP-DSO Clash : মেখলিগঞ্জ কলেজে টিএমসিপি-ডিএসও সংঘর্ষ, আহত দু’পক্ষের 6 জন - TMCP

মেখলিগঞ্জ কলেজে তৃণমূল ছাত্র পরিষদ এবং ডিএসও’র মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে উত্তেজনা (Clash Between TMCP and DSO Workers in Mekhliganj College) ৷ ঘটনায় দু’পক্ষের 3 জন করে মোট 6 জন আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে 2 জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৷

Clash Between TMCP and DSO Workers in Mekhliganj College
Clash Between TMCP and DSO Workers in Mekhliganj College

By

Published : Jun 1, 2022, 10:57 AM IST

মেখলিগঞ্জ (কোচবিহার), 1 জুন : পুলিশে মারধরের অভিযোগ করায় ফের হামলা ৷ ডিএসও এবং টিএমসিপি সমর্থকদের মধ্যে এই সংঘর্ষকে কেন্দ্র করে উত্তাল মেখলিগঞ্জ কলেজ (Clash Between TMCP and DSO Workers in Mekhliganj College) ৷ বাম ছাত্র সংগঠন ডিএসও’র সদস্যদের অভিযোগ, গত 28 মে তাদের কলেজ এলাকায় দেওয়াল লিখনে বাধা দেয় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা ৷ তার প্রতিবাদ করায় মারধর করা হয় বলেও অভিযোগ করেছে ডিএসও’র সদস্যরা ৷ সেই নিয়ে পুলিশে অভিযোগ জানালে, মঙ্গলবার ফের ডিএসও সদস্যদের উপর হামলা করা হয় বলে অভিযোগ ৷

ডিএসও’র সদস্যরা জানিয়েছেন, জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে গত 28 মে মেখলিগঞ্জ কলেজে দেওয়াল লিখন হচ্ছিল ৷ অভিযোগ সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদের দেওয়াল লিখনে বাধা দেয় এবং প্রতিবাদ করায় মারধর করে ৷ এ নিয়ে মেখলিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে ডিএসও’র সদস্যরা ৷ কিন্তু, পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলেই অভিযোগ উঠেছে ৷ এর পর গতকাল অভিযোগকারী ডিএসও সদস্যরা কলেজে গেলে, ফের তাঁদের উপর হামলা করা হয়েছে ৷ সেই সময় দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় ৷ দু’পক্ষের 6 জন এই মারামারিতে আহত হয়েছেন ৷

আরও পড়ুন : Asansol Municipal Corporation : সার্কাস চলছে পৌরনিগমে, আসানসোলে বোর্ড মিটিং বয়কট বিজেপির

জানা গিয়েছে, ডিএসও’র 3 কর্মী আহত হয়েছেন ৷ তাঁদের মধ্যে হরেন বর্মন নামে এক ডিএসও কর্মী গুরুতর অবস্থায় মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ৷ যদিও, হামলার অভিযোগ অস্বীকার করেছে টিএমসিপি নেতৃত্ব ৷ তাদের পাল্টা অভিযোগ, ডিএসও কর্মীরা তাঁদের মারধর করেছে ৷ আর টিএমসিপি’র এক ছাত্রনেতা হাসপাতালে চিকিৎসাধীন ৷ আরও 2 জন সামান্য আহত হয়েছেন ৷ পুলিশ এই ঘটনায় দু’তরফের একজন করে সদস্যকে আটক করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details