কোচবিহার, 16 ফেব্রুয়ারি : টাকা নিয়ে বেসরকারি সংস্থায় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করল কোচবিহার জেলার পুন্ডিবাড়ি থানার পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে একাধিক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় । ধৃতদের নাম গৌতম দাস, দুলাল হক, গৌতম শিত, বরুণ আচার্য, এবং সাগর ঘরাই । এদের মধ্যে দুলাল হকের বাড়ি কোচবিহারে ৷ বাকিদের বাড়ি বাঁকুড়ায় । ধৃতদের আজ বিশেষ আদালতে তোলা হলে দু'জনকে পুলিশ হেপাজত ও তিন জনকে জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ।
চাকরি দেওয়ার নামে প্রতারণা, কোচবিহার থেকে ধৃত 5 - cooch behar
চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে কোচবিহার থেকে গ্রেপ্তার করা হল পাঁচজনকে । ধৃতদের মধ্যে কয়েকজন কোচবিহার ও কয়েকজন বাঁকুড়ার বাসিন্দা ।
কয়েকদিন আগে নদিয়া জেলার নবদ্বীপের বাসিন্দা প্রদীপ সাহার কাছ থেকে বেসরকারি সংস্থায় চাকরি দেবে বলে 25 হাজার টাকা নিয়েছিল অভিযুক্তরা । এরপর চাকরি দেওয়া হবে বলে তাকে কোচবিহারে আসতে বলা হয় । প্রদীপবাবু কোচবিহারে এলেই আটকে রেখে তাঁর কাছ থেকে মোবাইল সহ সবকিছু কেড়ে নেওয়া হয় । পরে যুবকদের চাকরির টোপ দিয়ে টাকা তুলতে প্রদীপবাবুকে বাধ্য করা হয় বলে অভিযোগ। এভাবে অভিযুক্তরা লাখ লাখ টাকা প্রতারণা করেছে বলে জানিয়েছে পুলিশ ।
কয়েকদিন আগে পালাতে সক্ষম হন প্রদীপ সাহা ৷ পরিবারের সঙ্গে যোগাযোগ করেন তিনি ৷ এরপরই গতকাল প্রদীপবাবুর পরিবার পুন্ডিবাড়ি থানায় অভিযোগ দায়ের করে । পুন্ডিবাড়ি থানার পুলিশ একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে ওই পাঁচজনকে গ্রেপ্তার করে । আজ তাদের বিশেষ আদালতে তোলা হয় । এই প্রতারণাচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা তদন্ত করে দেখছে পুন্ডিবাড়ি থানার পুলিশ ।