কোচবিহার, 30 জুন : কোচবিহারের চ্যাংরাবান্ধায় আগামীকাল থেকে আন্তজার্তিক বাণিজ্য চালু হবে ৷ মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৷ কোরানা পরিস্থিতির জেরে গত 22 মার্চ থেকে বন্ধ রয়েছে চ্যাংরাবান্ধা সীমান্ত বাণিজ্য ৷
আগামীকাল থেকে চালু হচ্ছে চ্যাংড়াবান্ধা সীমান্ত বাণিজ্য
22 মার্চ থেকে চ্যাংড়াবান্ধা সীমান্ত বাণিজ্য বন্ধ ছিল । এর ফলে পাঁচ হাজারের বেশি মানুষ আর্থিক সংকটে পড়েন ।
অন্যান্য আন্তজার্তিক সীমান্ত বাণিজ্য চালু হলেও এতদিন বন্ধ ছিলো চ্যাংড়াবান্ধা ৷ ব্যবসায়ীদের তরফে একাধিকবার কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান এবং মুখ্যমন্ত্রীকে সীমান্ত বণিজ্য চালু করার আবেদন জানিয়েছিলেন ৷ এরপর, গত 10 জুন চ্যাংরাবান্ধা সীমান্ত বাণিজ্য চালু হয় ৷ কিন্তু সেদিন মাত্র তিন ঘণ্টা পরিবহণ চলার পর ফের বন্ধ হয়ে যায় ৷ কী কারণে সীমান্ত বাণিজ্য বন্ধ করা হয় তা স্পষ্ট জানানো হয়নি ব্যবসায়ীদের । এরপর, চ্যাংরাবান্ধা এক্সপোর্ট অ্যাসোসিয়েশন, সি অ্যান্ড এফ অ্যাসোসিয়েশন, চ্যাংরাবান্ধা ট্রাকওনার্স অ্যাসোসিয়েশন, ডুয়ার্স ট্রাকওনার্স অ্যাসোসিয়েশনের তরফে জেলা প্রশাসন ও মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মনের কাছে আবেদন করা হয় ৷
জেলাশাসক পবন কাদিয়ান কয়েকদিন আগে ব্যবসায়ীদের জানিয়েছিলেন দ্রুত সীমান্ত বাণিজ্য চালু হবে ৷ সেই সেইমতো আজ নবান্নে মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে জানান, আগামীকাল থেকে চ্যাংরাবান্ধা বাণিজ্য চালু হবে ৷ এই সীমান্তে ব্যবসায়ীদের পাশপাশি পাঁচ হাজারের বেশি ট্রাক চালক এবং বাণিজ্য কেন্দ্রে যুক্ত কর্মী রয়েছেন ৷ কয়েক মাস বাণিজ্য বন্ধ থাকায় আর্থিক সংকটে পড়েন তাঁরা ৷