কোচবিহার, 19 মে : ঈদের সময় ছয় দিন বন্ধ থাকার পর ফের চালু হল কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্তের বাণিজ্য়িক প্রক্রিয়া ৷ শুরু হল বাণিজ্য়িক আদান-প্রদান ও পণ্য পরিবহণের কাজ ৷ পুরোটাই যাতে কোভিডবিধি মেনে পরিচালিত হয়, তা নিশ্চিত করতে বৈঠকে বসলেন সংশ্লিষ্ট প্রশাসনের কর্তারা ৷
ঈদ-উল-ফিতর উপলক্ষে গত ছ’দিন বন্ধ ছিল কোচবিহারের চ্যাংরাবান্ধা আন্তজার্তিক সীমান্ত দিয়ে চলা ব্যবসা, বাণিজ্য ৷ মঙ্গলবার থেকে তা ফের চালু করা হয় ৷ করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে মঙ্গলবারই প্রশাসনিক বৈঠক হয় কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্তে ৷
প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবারের বৈঠকে মূলত করানা পরিস্থিতিতে কীভাবে স্বাস্থ্যবিধি মেনে পণ্য পরিবহণ সম্ভব, তা নিয়েই আলোচনা করা হয়েছে ৷ বৈঠকে ছিলেন মেখলিগঞ্জ ব্লকের বিডিও অরুণকুমার সামন্ত, মেখলিগঞ্জ থানার ওসি ভাস্কর রায় এবং শুল্ক দফতরের একাধিক কর্তা ৷