কোচবিহার, 4 জুন :সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় কোচবিহার পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে নীল ও সবুজ বালতি বিলি করা হল ৷ পৌরসভার উদ্যোগে শুক্রবার বাসিন্দাদের মধ্যে ওই দুই ধরনের বালতি বিতরণ করলেন পৌর প্রশাসক তথা মহকুমাশাসক শেখ রাকিবুর রহমান ৷ পাশাপাশি এদিন তিনি রাজ আমলের ডাংরাই দিঘি ঘুরে দেখলেন ৷ মহকুমাশাসক জানিয়েছেন, শীঘ্রই এই দিঘি পরিষ্কার করা হবে ৷ এরপর তিনি গোটা এলাকা ঘুরে দেখেন ৷
‘রাজার শহর’ কোচবিহার ৷ রাজ আমলের বহু নিদর্শন যেমন এই শহরে রয়েছে, তেমনই রয়েছে নানা সমস্য়া ৷ যার মধ্যে অন্যতম রাস্তার দু’পাশে জমে থাকা ময়লা ও আবর্জনা ৷ যা অবশ্য়াই প্রশাসনের মাথাব্যথার কারণ ৷ তাই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় কোচবিহার শহরের প্রায় 20 হাজার বাড়িতে দুই ধরনের বালতি বিলি করার পরিকল্পনা নেওয়া হয়েছে ৷ একটি বালতির মধ্যে পচনশীল এবং অপর বালতিতে পচনশীল নয়, এমন আবর্জনা জমিয়ে রাখবেন বাসিন্দারা ৷ পরে সপ্তাহের নির্দিষ্ট দিনে পৌরসভার সাফাইকর্মীরা ওই বালতি থেকে দুই ধরনের আবর্জনা নিয়ে যাবেন ৷