কোচবিহার, 13 এপ্রিল : লকডাউনে দেশের সীমান্ত সিল করা হয়েছে ৷ কোচবিহারের ভারত -বাংলাদেশ সীমান্ত এলাকার অধিকাংশ কাঁটাতারের গেট বন্ধ করে দিয়েছে BSF ৷ ওই গেট দিয়ে কাঁটাতারের ওপারে থাকা ভারতীয় কিছু গ্রাম রয়েছে ৷ কাঁটাতারের গেট বন্ধ থাকায় সমস্যায় পড়ে যান গ্রামবাসীরা ৷
লকডাউনে গেট সিল, অসুবিধায় কাঁটাতারের ওপারে থাকা ভারতীয়রা - উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী
কোচবিহারের ভারত -বাংলাদেশ সীমান্ত এলাকার অধিকাংশ কাঁটাতারের গেট বন্ধ করে দিয়েছে BSF ৷ ওই গেট দিয়ে কাঁটাতারের ওপারে থাকা ভারতীয় কিছু গ্রাম রয়েছে ৷ কাঁটাতারের গেট বন্ধ থাকায় সমস্যায় পড়ে যান গ্রামবাসীরা ৷কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার কলসিগ্রামে কাঁটাতারের গেট বন্ধ করে দেয় BSF ৷ তিন দিক দিয়ে বেড়া দিয়ে ঘেরা কলসি গ্রামের মূল রাস্তায় BSF নিয়ন্ত্রিত কাঁটাতারের গেট বন্ধ করে দেওয়ায় সেখানকার বাসিন্দারা ভারতের মূল ভূখণ্ডে আসতে পারছেন না ৷ অত্যাবশ্যকীয় খাদ্য ,কৃষকদের সার , ওষুধ ক্রয়ে সমস্যা হচ্ছে ৷
কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার কলসিগ্রামে কাঁটাতারের গেট বন্ধ করে দেয় BSF ৷ তিন দিক দিয়ে বেড়া দিয়ে ঘেরা কলসি গ্রামের মূল রাস্তায় BSF নিয়ন্ত্রিত কাঁটাতারের গেট বন্ধ করে দেওয়ায় সেখানকার বাসিন্দারা ভারতের মূল ভূখণ্ডে আসতে পারছেন না ৷ অত্যাবশ্যকীয় খাদ্য ,কৃষকদের সার , ওষুধ ক্রয়ে সমস্যা হচ্ছে ৷ এই সমস্যার জেরে বাসিন্দারা স্থানীয় জন প্রতিনিধি , ব্লক প্রশাসন এবং BSF কর্তৃপক্ষের দ্বারস্থ হন । কিন্তু গেট বন্ধ এখনও । কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ ৷
আজ এই এলাকায় পরিদর্শন করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ৷ তিনি কথা বলেন গ্রামবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে৷ সমস্যার বিষয় নিয়ে আলোচনা করে BSF কর্তাদের সঙ্গেও৷ কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের কলসিগ্রামের গ্রাম পঞ্চায়েত সদস্য আবদুল মজিদ জানান " তিনদিক কাঁটাতার দিয়ে ঘেরা এই কলসিগ্রাম । তাই বেড়ার নির্দিষ্ট গেট দিয়ে তাঁদের নিয়মিত যাতায়াত করতে হয়। BSF-র তরফে জানিয়ে দেওয়া হয় গ্রামের মানুষ অন্যদিনের মতো আর সীমান্তের গেট দিয়ে যাতায়াত করতে পারবেনা।"
এদিন ,উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী পরিদর্শনে এসে কথা বলেন BSF কর্তাদের সঙ্গে ।মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ জানান, "বাসিন্দাদের যাতে কোনও সমস্যা না হয় ,সে ব্যপারে আমাদের খেয়াল রাখতে হবে । বাসিন্দাদের সমস্যার বিষয়টি আমি মুখ্যমন্ত্রীকে জানাব , BSF কর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে ৷ একটা সমাধান বের হবে ।"