পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিশীথের এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় খোলাকে ঘিরে বোমাবাজি! - ভেটাগুড়ি

Minister Udayan Guha: কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির এলাকা ভেটাগুড়িতে দলীয় অফিস আবার খুলল তৃণমূল । কর্মসূচি চলাকালীন দূরে বোমাবাজির অভিযোগ । উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি ৷ বিজেপিকে হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর ৷

Bhetaguri
ভেটাগুড়ি

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 2:45 PM IST

Updated : Dec 30, 2023, 5:21 PM IST

উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ

দিনহাটা, 30 ডিসেম্বর:বিজেপির মন্ত্রী নিশীথ প্রামাণিকের এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয় খোলাকে কেন্দ্র করে উত্তপ্ত ভেটাগুড়ি ৷ বোমাবাজির অভিযোগ ৷ বিজেপিকে হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ৷ দলীয় অফিস পুনরায় খুলতে এসে তিনি বলেন, "গণ্ডগোল করলে ভেটাগুড়ির বাইরে বেরোতে পারবে না বিজেপি নেতা কর্মীরা । ভেটাগুড়িতে গুণ্ডামি, মাস্তানি করে কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে আশ্রয় নিচ্ছে । সেই বাড়িতে পুলিশকে তল্লাশি চালাতে দিলে সব বের হবে ।" যদিও হুঁশিয়ারি নিয়ে বিজেপির কোচবিহার জেলা সাধারণ সম্পাদক বিরাজ বোস বলেন, "কে কাকে বেরতে দেবে না সেটা সময় এলেই দেখা যাবে ।"

শনিবার ভেটাগুড়িতে তৃণমূলের দুটো দলীয় অফিস পুনরায় খোলা হয় ৷ অভিযোগ, এরপরেই ভেটাগুড়িতে বোমাবাজি হয় । তৃণমূল নেতারা ভেটাগুড়িতে থাকাকালীন দূরে বোমা ফাটানো হয় । ভেটাগুড়ি -1 অঞ্চল তৃণমূল কার্যালয়ে একটি এবং ভেটাগুড়ি ট্যাক্সি স্ট্যান্ডের পেছনে আরেকটি বোমা ফাটে । যদিও পুলিশ যেতেই দুষ্কৃতীরা পালিয়ে যায় ।

প্রসঙ্গত, পঞ্চায়েত নির্বাচনের পর থেকেই কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ির সংলগ্ন এলাকা ভেটাগুড়িতে বিজেপির দাপট অব্যাহত ৷ ভেটাগুড়ি -1 ও ভেটাগুড়ি -2 গ্রাম পঞ্চায়েতের দুটি দলীয় অফিস খুলতে পারছিল না তৃণমূল বলে অভিযোগ । এছাড়া অভিযোগ, কোনও রাজনৈতিক কর্মসূচি করতে পারছে না সেখানে স্থানীয় তৃণমূল নেতৃত্ব । আর সামনেই লোকসভা নির্বাচন । এই পরিস্থিতিতে এখনই জমি পুনরুদ্ধার না করলে লোকসভা নির্বাচনে ভেটাগুড়ির দুটি গ্রাম পঞ্চায়েতে ভালো ফল হবে না তৃণমূলের । এমনটাই মনে করছে দল ৷ তাই পরিস্থিতি বুঝে কর্মীদের মনোবল বাড়াতে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা ওই দলীয় অফিস দুটি খোলার সিদ্ধান্ত নেয় শাসকদল ।

সেই অনুযায়ী শনিবার জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক, বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া জেলার বিভিন্ন এলাকা থেকে কয়েকশো নেতা কর্মীদের নিয়ে ভেটাগুড়িতে আসেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । এরপর ভেটাগুড়ি রেল স্টেশন ও ভেটাগুড়ি পাইকারি সবজি বাজার এলাকায় থাকা বন্ধ দলীয় অফিস দুটি খোলেন তিনি । সেখানে তৃণমূলের নেতা কর্মীরা একটা মিছিলও করেন । সেই দুটো দলীয় অফিস খোলার পর উদয়ন গুহ বিজেপিকে হুঁশিয়ারি দেন যে এরপর যদি ভেটাগুড়িতে গণ্ডগোল হয়, আর বিজেপি কর্মীরা যদি গণ্ডগোল করে, তাহলে তারা ভেটাগুড়ির বাইরে বেরোতে পারবে না ।

আরও পড়ুন:

  1. 'ওরা 5টি নিয়ে আসলে 15টি লাঠি নিয়ে মোকাবিলা করুন', কর্মীদের নিদান উদয়ন গুহ’র
  2. তৃণমূলের উপর হামলা হলে বিজেপি কর্মীদের বাড়ি থেকে বের করে পেটানো হবে, নিশীথের পাড়ায় হুমকি উদয়নের
  3. 'এত ধাপ্পাবাজ যে ঠাকুরকেও ধাপ্পা দেয়,' বিজয়া সম্মিলনী থেকে নিশীথকে কটাক্ষ উদয়নের
Last Updated : Dec 30, 2023, 5:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details