কোচবিহার, 31জুলাই : BJP পার্টি অফিসের সামনে একটি তাজা বোমা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল তুফানগঞ্জের চিলাখানা বাজারে ৷ শুক্রবার সকালে এলাকার স্থানীয় বাসিন্দারা BJP পার্টি অফিসের সামনে ওই বোমাটি দেখতে পান । খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ এসে বোমাটি নিষ্ক্রিয় করে নিয়ে যায় । ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। BJP-র অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজ করেছে । তৃণমূল নেতৃত্ব অবশ্য অভিযোগ অস্বীকার করেছে ।
BJP-র কার্যালয়ের সামনে তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য তুফানগঞ্জে
BJP পার্টি অফিসের সামনে তাজা বোমা উদ্ধার হল ৷ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিধানসভা কেন্দ্রের মধ্যে তুফানগঞ্জের চিলাখানা বাজারে মধ্যে এই পার্টি অফিস ৷ লোকসভা নির্বাচনের পর থেকেই রাজনৈতিক উত্তেজনা চলছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা।পুলিশ এসে বোমাটি নিষ্ক্রিয় করে নিয়ে যায় ৷ BJP-র অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা এই কাজ করেছে ।
গত লোকসভা নির্বাচনের পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা। জেলার এই চিলাখানা এলাকাটি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে । এর আগে একাধিক বার ওই এলাকায় BJP-র নেতা কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে। যদিও পরবর্তীতে পরিস্থিতি পালটে যায়। এলাকার দখল নেয় তৃণমূল। তবুও চাপা উত্তেজনা থাকে সব সময়। মাঝখানে কোরোনা পরিস্থিতির কারণে কিছুদিন উত্তেজনা কম থাকলেও রাজ্যের প্রধান দুই দল রাজনৈতিক কর্মসূচি নিতেই উত্তেজনা বাড়তে থাকে।
এরইমধ্যে শুক্রবার সকালে চিলাখানা বাজারে BJP-র কার্যালয়ের সামনে তাজা বোমা উদ্ধার হয়। BJP-র কোচবিহার জেলা সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন, এলাকায় অশান্তি করতে তৃণমূল এই কাজ করেছে । যদিও তৃণমূল নেতা তথা কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আবদুল জলিল আহমেদ বলেন, অভিযোগ ভিত্তিহীন। ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।