পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উদ্ধার নিখোঁজ তনুশ্রীর দেহ, পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ পরিবারের - police inactivity

তনুশ্রীর মৃত্যুর পিছনে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে পরিবার । পরিবারের প্রশ্ন, একমাস মেয়ের দেহ মর্গে ছিল, অথচ পুলিশ কিছুই জানত না ?

মৃত তনুশ্রীর বাবা

By

Published : Jul 10, 2019, 12:16 PM IST

কোচবিহার, 10 জুলাই: একমাস আগে নিখোঁজ তনুশ্রীর মৃতদেহ উদ্ধার হলেও খোঁজ পায়নি পরিবার । তনুশ্রীর মৃত্যুর পিছনে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে পরিবার । যদিও এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে । তনুশ্রীর পরিবারের প্রশ্ন, একমাস মেয়ের দেহ মর্গে ছিল, অথচ পুলিশ কিছুই জানত না ?

গত 5 জুন জলপাইগুড়ির হলদিবাড়ির সরকার পাড়া এলাকায় রেললাইনের ধারে উদ্ধার হয় তনুশ্রীর দেহ । একমাস 3 দিন তার দেহ রেলের মর্গে ছিল । মর্গের পক্ষ থেকে দেহ উদ্ধারের খবর সংশ্লিষ্ট সমস্ত থানাকেই জানানো হয়েছিল । অথচ মেখলিগঞ্জ থানার পুলিশের দাবি, এ বিষয়ে তারা কোনও খোঁজ পায়নি । গতকাল বিকালে তনুশ্রীর দেহ নিয়ে থানার সামনে বিক্ষোভ দেখায় তাঁর পরিবার ।

আরও পড়ুন : মেয়েকে খুঁজে দেওয়ার দাবিতে 1 সপ্তাহ ধরে অনশন পরিবারের

গত 5 জুন কোচবিহারের মেখলিগঞ্জ এলাকার বাসিন্দা তনুশ্রীকে অপহরণ করা হয়েছিল । তনুশ্রীর বাবা গোবিন্দ বিশ্বাসের অভিযোগ, "মেয়ে ট্রেনে কাটা পড়েনি । তাকে পাচার করার সময়ই মেরে ফেলা হয়েছে ।" অন্যদিকে, মেখলিগঞ্জ থানার OC কাশ্যপ রাই জানান, "তনুশ্রীর দেহ এতদিন মর্গে ছিল । গত 5 জুন সে ট্রেনে কাটা পড়েছে ।

ABOUT THE AUTHOR

...view details