পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জোরপাটকিতে রাজ্যপালকে কালো পতাকা, সঙ্গে গোব্যাক স্লোগান - কালো পতাকা

শীতলকুচিতে রাজ্যপাল জগদীপ ধনকড়কে কালো পতাকা দেখানো হয় ৷ জোরপাটকি দিয়ে জগদীপ ধনকড়ের কনভয় যাওয়ার সময় নাগরিক মঞ্চের তরফে কালো পতাকা দেখানো হয় ৷

Black flag and go back slogan to the governor jagdeep dhankar in Jorpatki coochbehar
জোরপাটকিতে রাজ্যপালকে কালো পতাকা, সঙ্গে গোব্যাক স্লোগান

By

Published : May 13, 2021, 5:53 PM IST

Updated : May 13, 2021, 9:44 PM IST

শীতলকুচি (কোচবিহার), 13 মে : শীতলকুচিতে রাজ্যপাল জগদীপ ধনকড়কে কালো পতাকা ৷ মাথাভাঙা এবং শীতলকুচির মাঝে জোরপাটকিতে রাজ্যপালের কনভয় যাওয়ার সময় এই কালো পতাকা দেখানো হয় ৷ জোরপাটকি নাগরিক মঞ্চ নাম দিয়ে একটি সংগঠন এই কালো পতাকা দেখায় বলে জানা গিয়েছে ৷

রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনায় শুরু থেকেই প্রশাসনের সমালোচনা করে আসছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ আজ থেকে সেই সব অশান্ত এলাকাগুলিতে যাওয়া শুরু করেছেন তিনি ৷ যার সূচনা করেছেন উত্তরবঙ্গ দিয়ে ৷ আজ মাথাভাঙার খাটেরবাড়ি এলাকায় প্রথমে যান তিনি ৷ সেখান থেকে শীতলকুচির উদ্দেশে রওনা দেন ৷ সড়ক পথে যাওয়ার সময় তাঁকে কালো পতাকা দেখানো হয় ৷ জোরপাটকি নাগরিক মঞ্চ নামে এক সংগঠন রাজ্যপালকে কালো পতাকা দেখায় ৷ সেই সঙ্গে চলে গো ব্যাক স্লোগান ৷

জোরপাটকিতে রাজ্যপালকে কালো পতাকা, সঙ্গে গোব্যাক স্লোগান

আরও পড়ুন : মানুষের ঘায়ে মলম লাগাতেই এই সফর, কোচবিহার বিমানবন্দরে নেমে বললেন রাজ্যপাল

তবে, রাজ্যপাল একা ছিলেন না ৷ কনভয়ে রাজ্যপাল ছাড়াও ছিলেন কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক, মাথাভাঙার বিধায়ক সুশীল বর্মণ, তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা ৷

Last Updated : May 13, 2021, 9:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details