কোচবিহার, 24 জুন : বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল নেতা সুব্রত বক্সি সহ অন্যরা । আজ হাতে কালো পতাকা ও মুখে জয়শ্রীরাম ধ্বনি দিয়ে সুব্রত বক্সি সহ তৃণমূল নেতাদের গো ব্যাক স্লোগান দেয় স্থানীয়রা । কোচবিহারের জটামারি এলাকার ঘটনা ।
মুখে জয়শ্রীরাম, হাতে কালো পতাকা ; সুব্রত বক্সির গাড়ি ঘিরে বিক্ষোভ - tmc
মুখে জয়শ্রীরাম ও হাতে কালো পতাকা নিয়ে সুব্রত বক্সির গাড়ি ঘিরে বিক্ষোভ । কোচবিহারের জটামারি এলাকার ঘটনা ।
আজ একটি কর্মীসভায় যোগ দিতে কোচবিহার থেকে শীতলকুচি যাচ্ছিলেন তৃণমূল নেতা সুব্রত বক্সি ও অন্যরা । ছিলেন কোচবিহারের তৃণমূলের জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মণ, যুব তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি তথা দলের কার্যকারী সভাপতি পার্থপ্রতিম রায়, বিধায়ক মিহির গোস্বামী সহ জেলা অন্য তৃণমুলের নেতারা। পথে জটামারিতে তাঁদের গাড়ি আটকে জয়শ্রীরাম ধ্বনি দেওয়া হয় । একই সঙ্গে কালো পতাকা দেখিয়ে তাদের ‘গো-ব্যাক’ স্লোগান দেয় বিক্ষোভকারীরা । ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ । খবর পেয়ে ঘটনাস্থানে যান পুলিশ সুপার ইন্দ্রজিৎ সরকার । তিনি ঘটনাস্থান পরিদর্শন করে দেখেন ।
তৃণমূলের অভিযোগ, BJP কর্মীরাই এই ঘটনা ঘটিয়েছে । যদিও ঘটনার কথা অস্বীকার করেছে BJP নেতৃত্ব । তারা জানায়, বিক্ষোভকারীদের মধ্যে BJP কর্মী ছিল না ।