পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

"কর্মীদের মারছে BJP", ডেপুটেশন দিতে গিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা - COACHBIHAR

অভিযোগ , তৃণমূল কর্মীরা BJP কর্মীদের হাতে মার খাচ্ছে । তা নিয়ে থানায় ডেপুটিশন দিতে গিয়ে BJP কর্মীদের বিক্ষোভের মুখে বিনয় ৷

বিনয়কৃষ্ণ বর্মণ

By

Published : Jun 16, 2019, 1:57 PM IST

কোচবিহার , 16 জুন : লোকসভা ভোটের পর থেকে BJP-র হাতে বার বার আক্রান্ত হচ্ছিলেন দলীয় কর্মীরা । এই নিয়ে থানায় অভিযোগ জানাতে গিয়ে হেনস্থার শিকার হলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি বিনয়কৃষ্ণ বর্মণ । গতকাল ঘোকসাডাঙা থানায় ডেপুটেশন জমা দিতে যান তৃণমূল জেলা সভাপতি । তখনই BJP কর্মীরা গো ব্যাক স্লোগান তোলে ।

একাধিক বার তৃণমূল-BJP সংঘর্ষের খবরে বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে । বারবারই BJP-র দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল । এই অভিযোগে এবার থানায় ডেপুটেশন দিতে যান বিনয়কৃষ্ণ বর্মণ । রীতিমতো প্রতিবাদ মিছিল করে থানায় যান তিনি । বিনয়বাবুর দাবি, ঘোকসাডাঙা বাজার পার করার সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখায় BJP কর্মীরা । গো ব্যাক স্লোগান তোলে । কালো পতাকা দেখায় । এরপর থানায় অভিযোগ জানিয়ে বেরোনোর সময় ফের বিক্ষোভ দেখানো হয় ।

বিক্ষোভ BJP সমর্থকদের

তৃণমূল জেলা সভাপতির দাবি, এর আগেও পুলিশে অভিযোগ জানিয়েছিলাম, কাজ হয়নি । বাধ্য হয়েই ডেপুটেশন জমা দিয়েছি । তাঁর কথায়, "আমাদের কর্মসূচি ভেস্তে দেওয়ার জন্য BJP চক্রান্ত করছে । যদিও আমাদের দমানো যাবে না ।" অন্যদিকে BJP-র জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মণ বলেন, "এধরনের কোনও ঘটনার কথা আমার জানা নেই ।" BJP-র দাবি, বিনয়কৃষ্ণ বর্মণ এলাকার উন্নয়নে বাধা দিচ্ছেন । তাই সাধারণ মানুষ কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাচ্ছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details