কোচবিহার, ২২ মার্চ : কোচবিহারের প্রার্থী হিসেবে নিশীথ প্রামাণিকের নাম ঘোষণার পরই ক্ষোভ ছড়িয়েছিল BJP কর্মীদের একাংশের বিরুদ্ধে। এবার জেলা সভানেত্রীর গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠল। কোচবিহারে BJP-র জেলা কর্যালয়ের বাইরে ঘটনাটি ঘটে। ফলে হেঁটেই বাড়ি ফিরতে হয় জেলা সভানেত্রীকে ।
কোচবিহারে প্রার্থী কে হবে, এই নিয়ে কয়েকদিন ধরেই BJP-র অন্দরে জল্পনা চলছিল। একাধিক নাম উঠে এলেও প্রার্থী হিসেবে নিশীথ প্রামাণিকের নাম ঘোষণা করা হয়। নিশীথবাবু সদ্য তৃণমূল থেকে BJP-তে যোগ দিয়েছেন। এরপরই দলের অন্দরে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অভিযোগ, প্রার্থীর নাম ঘোষণার পরই BJP-র কোচবিহার জেলা কার্যালয়ে ভাঙচুর চালায় দলীয় কর্মীদের একাংশ। এরপর গতরাতে BJP-র জেলা সভানেত্রীর গাড়িও ভাঙচুরের অভিযোগ ওঠে।