পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উদয়নকে ঘিরে 'গো ব্যাক' স্লোগান, গাড়ি ভাঙচুর

কোচবিহারে তৃণমূল বিধায়কের গাড়িতে ভাঙচুর । অভিযোগের তির BJP-র দিকে ।

উদয়ন গুহর গাড়ি

By

Published : Jun 30, 2019, 4:34 PM IST

Updated : Jun 30, 2019, 8:49 PM IST

কোচবিহার, 30 জুন : তৃণমূল বিধায়ক উদয়ন গুহর গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে । কোচবিহারের রসমন্তা গ্রামের ঘটনা । যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP । তাদের পালটা অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই হামলা হয়েছে ।

আজ নয়ারহাটে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছিলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ । অভিযোগ, রসমন্তা গ্রামে তাঁর গাড়ি পৌঁছানো মাত্রই কয়েকজন দুষ্কৃতী হামলা চালায় । ভাঙচুর করা হয় গাড়ি । ওঠে গো ব্যাক স্লোগানও । উদয়ন গুহর দাবি, হামলাকারীরা BJP আশ্রিত দুষ্কৃতী । তবে, ঘটনায় কোনওরকম আঘাত লাগেনি বলে জানান বিধায়ক । পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

স্থানীয় সূত্রে খবর, এলাকা দখলকে কেন্দ্র করে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ ও দিনহাটা 2 ব্লকের প্রাক্তন তৃণমূল সভাপতি মির হুমায়ুন কবীরের মধ্যে দীর্ঘদিন বিবাদ চলছে । লোকসভা নির্বাচনে দিনহাটা বিধানসভা কেন্দ্রে তৃণমূলের খারাপ ফলের পিছনে এই বিরোধ অন্যতম কারণ । উদয়ন গুহর গাড়িতে হামলার পিছনে এই বিরোধকেই কারণ হিসেবে দেখছেন অনেকে । জেলার BJP নেতা দীপ্তিমান সেনগুপ্তও বলছেন, "নিজেদের মধ্যে ঝামেলা । আমাদের উপর দোষ চাপানোর চেষ্টা চলছে ।"

Last Updated : Jun 30, 2019, 8:49 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details