পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

একই কেন্দ্রে মনোনয়ন জমা দুই কংগ্রেস নেতার ! - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2021

তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে মহকুমাশাসকের দফতরে কংগ্রেস প্রার্থী রবীন রায় মনোনয়নপত্র জমা দেন । অপরদিকে একইদিনে তুফানগঞ্জের প্রবীণ কংগ্রেস নেতা দেবেন বর্মাও মনোনয়ন জমা দেন একই কেন্দ্রে ।

একই কেন্দ্রে দুই কংগ্রেসের প্রার্থীর মনোনয়ন জমা
একই কেন্দ্রে দুই কংগ্রেসের প্রার্থীর মনোনয়ন জমা

By

Published : Mar 23, 2021, 8:42 AM IST

কোচবিহার, 23 মার্চ : প্রার্থী নিয়ে মতবিরোধের মধ্যেই একই বিধানসভা কেন্দ্রে একইদিনে মনোনয়ন জমা দিলেন কংগ্রেসের দুই নেতা । কোচবিহারের তুফানগঞ্জের ঘটনা ।

সোমবার তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী রবীন রায় মনোনয়নপত্র জমা দেন । তিনি তুফানগঞ্জ মহকুমাশাসকের দফতরে মনোনয়ন জমা দেন । অপরদিকে একইদিনে তুফানগঞ্জের প্রবীণ কংগ্রেস নেতা দেবেন বর্মাও মনোনয়ন জমা দেন এই কেন্দ্র থেকে । সঙ্গে ছিলেন দলের স্থানীয় নেতা-কর্মীদের একাংশ । মনোনয়ন জমার পর দু'জনেই নিজেদের আসল কংগ্রেস প্রার্থী বলে দাবি করেন ।

তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের টিকিটের দাবিদার ছিলেন ভূমিপুত্র দেবেন বর্মা । কিন্তু দলের তরফে প্রার্থী ঘোষণা করা হয় রবীন রায়কে । এরপর প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখানো হয় । কিন্তু তাতেও প্রার্থী বদল হয়নি । মনোনয়ন জমার পর রবীন রায় বলেন, দলে মতানৈক্য থাকতেই পারে । তবে সবাই দলের ভালো চায়, আমরা একসঙ্গে লড়াই করব ।

কী বললেন রবীন রায় এবং দেবেন বর্মা

আরও পড়ুন : প্রশান্ত কিশোরের গেম প্ল্যানে কুপোকাত বিজেপি, ফেসবুক পোস্ট কান্তির

অন্যদিকে দেবেনবাবুর বক্তব্য, রবীনবাবুকে প্রার্থী হিসাবে কেউ চান না, তারই প্রতিবাদে তিনি মনোনয়ন জমা দিয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details