পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপির সভানেত্রী বাড়িতে আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । ঘটনার তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ ৷

TMC accused on Fire at house of BJP Leader in Coochbehar
TMC accused on Fire at house of BJP Leader in Coochbehar

By

Published : Mar 29, 2021, 11:52 AM IST

Updated : Mar 29, 2021, 12:00 PM IST

কোচবিহার, 29 মার্চ: বিজেপির সভানেত্রী বাড়িতে আগুন ৷ আগুন লাগানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে ৷ ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ বিধানসভার বক্সিরহাট থানার অন্তর্গত ঘোনাপাড়া এলাকায় ।

বিজেপির সভানেত্রী বাড়িতে আগুন লাগানোর অভিযোগ

বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা । দিনহাটা থেকে তুফানগঞ্জ, মাথাভাঙ্গা থেকে শীতলকুচি সর্বত্রই তৃণমূল-বিজেপি সংঘর্ষে পরিবেশ উত্তপ্ত হয়ে উঠেছে । এরই মধ্যে অভিযোগ উঠল, গতকাল গভীর রাতে বিজেপির স্থানীয় অঞ্চল সভানেত্রী রীতা অধিকারীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় তৃণমূলের দুষ্কৃতীরা । এমনকী এলাকায় বোমাবাজি করা হয় বলেও অভিযোগ । রীতাদেবীর বাড়িতে আগুন প্রথমে স্থানীয়রা নেভানোর চেষ্টা করেন । পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে । ঘটনার তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ ৷ তবে, বিজেপি নেত্রীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷

আরও পড়ুন: রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত পুড়শুড়ার বালিপুর অঞ্চল, জখম 2

তৃণমূলের মহিষকুচি 1 অঞ্চল সহ-সভাপতি একরামুল হক বলেন, ‘‘বিজেপির গোষ্ঠী কোন্দলের ফলেই এই ঘটনা ঘটেছে । এর সঙ্গে তৃণমূলের কেউ জড়িত নয় ।’’

Last Updated : Mar 29, 2021, 12:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details