কোচবিহার, 6 এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায় যাঁদের ভরসায় নির্বাচনে লড়ছেন, তাঁরাও আর দিদির উপর আস্থা হারিয়েছেন ৷ আজ কোচবিহারের রাস মেলার মাঠে বিজেপির প্রচার সভা থেকে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন বিজেপির মুখ্য় প্রচারক নরেন্দ্র মোদি ৷ যেখানে তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে সরাসরি সাম্প্রদায়িক ভোট রাজনীতির অভিযোগ করলেন তিনি ৷ প্রধানমন্ত্রী অভিযোগ করলেন, ‘‘দিদি মুসলমানদের তৃণমূলকে ভোট দিতে এক হওয়ার ডাক দিচ্ছেন ৷’’
প্রসঙ্গত, হুগলিতে তৃণমূলের এক প্রচার সভা থেকে আইএসএফের বিরুদ্ধে বলতে গিয়ে, সংখ্যালঘুদের এক হওয়ার আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সেই আবেদনকেই এদিন কোচবিহারের জনসভা থেকে হাতিয়ার করলেন নরেন্দ্র মোদি ৷ কটাক্ষের সুরে তিনি বলেন, ‘‘ভোটে জিততে এখন মুসলমানদের এক হয়ে তৃণমূলকে ভোট দেওয়ার জন্য আবেদন করতে হচ্ছে দিদিকে ৷ দিদি যে মুসলমান ভোটারদের ভরসায় নির্বাচনে নেমেছেন, তাঁরাই এখন দিদির উপর থেকে ভরসা হারিয়েছেন ৷ তাঁর সঙ্গে নেই ৷ তাঁর প্রমাণ দিদিকে এখন মুসলমান ভোটারদের একজোট হয়ে তৃণমূলকে ভোট দিতে আবেদন করতে বলা হচ্ছে ৷ এর থেকেই স্পষ্ট তৃণমূল কংগ্রেস হেরে গেছে ৷’’