কোচবিহার, 1 এপ্রিল : কোচবিহারের মাথাভাঙা বিধানসভার 2 নম্বর ব্লকের ঘোকসাডাঙার গুমানিহাটি এলাকায় প্রচারে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল প্রার্থী গিরীন্দ্রনাথ বর্মনের সমর্থনে জনসভা করবেন তৃণমূল সুপ্রিমো ৷ তার আগে এদিন প্রার্থী গিরীন্দ্রনাথ বর্মন নিজে সভাস্থল পরিদর্শন করতে যান ৷ সঙ্গে ছিল জেলা তৃণমূল নেতৃত্ব ৷
6 এপ্রিল মাথাভাঙায় প্রচারে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট
6 এপ্রিল কোচবিহারের মাথাভাঙা বিধানসভা কেন্দ্রে প্রচারে যাবেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ আজ তারই প্রস্তুতি দেখতে গেলেন মাথাভাঙার তৃণমূল প্রার্থী গিরীন্দ্রনাথ বর্মন ৷
আরও পড়ুন : করোনা বিধি মেনে সাগরের বিভিন্ন বুথে শান্তিপূর্ণ ভোটগ্রহণ
আগামী 6 এপ্রিল তৃতীয় দফার নির্বাচনের দিন কোচবিহারের তৃণমূলের হয়ে বেশ কয়েকটি জনসভা করবেন তিনি ৷ জোরকদমে তারই প্রস্তুতি চলছে ৷ 10 এপ্রিল চতুর্থ দফার ভোট রয়েছে কোচবিহারের 9 বিধানসভা কেন্দ্রে ৷ তার 4 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রচারের কর্মসূচি রাখা হয়েছে ৷ তৃণমূল প্রার্থী গিরীন্দ্রনাথ বর্মন জানান, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর হয়ে প্রচারে আসছেন ৷ সেই প্রচার সভার প্রস্তুতি শুরু হয়েছে ৷ তার আগে আজ সভাস্থল পরিদর্শন করতে যান তিনি ৷