মাথাভাঙা, 6 এপ্রিল : হুগলির আরামবাগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল খাঁ ৷ মঙ্গলবার ভোট চলাকালীন তাঁর উপর আক্রমণ হয় বলে অভিযোগ ৷ অভিযোগের তির বিজেপির দিকে ৷
দলের প্রার্থী আক্রান্ত হওয়ায় এই নিয়ে সরব হলেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন কোচবিহারের মাথাভাঙায় নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী ৷ সেই সভা থেকে তিনি অভিযোগ করেন যে বিজেপি বেটি বাঁচাও, বেটি পড়াও এর অভিযোগ করেন, আর তাঁর দলের মহিলা প্রার্থী সুজাতা মণ্ডলকে আক্রমণ করা হয়েছে ৷ একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের আরও অনেক প্রার্থী আক্রান্ত হয়েছেন বলে তিনি এদিন অভিযোগ করেছেন ৷
আর এই হামলার ঘটনায় তিনি যেমন বিজেপির সমালোচনা করেছেন ৷ একই সঙ্গে জুড়ে দিয়েছেন সিপিএমকেও ৷ তাঁর দাবি, গায়ের জোরে বিজেপি গুন্ডারা সিপিএমের হার্মাদদের নিয়ে ভোট করছে ৷
আরও পড়ুন :প্রধানমন্ত্রী মোদি মিথ্যাবাদী দুঃশাসন, মাথাভাঙা থেকে আক্রমণ মমতার
প্রথম দফা থেকে বেশ কিছু বুথে তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্টরা বসতে পারছে না বলে অভিযোগ ওঠে ৷ তিনি দলের নেতাদের উদ্দেশ্যে জানান যে যাঁদের ভয় আছে, তাঁদের এজেন্ট করবেন না ৷ যাঁরা পালিয়ে যাবেন না, তাঁদের এজেন্ট করার বার্তা দিয়েছেন তিনি ৷ একই সঙ্গে জানিয়েছেন যে যাঁরা পালিয়ে যাবেন না, তাঁদের পুরস্কার দেবেন তিনি ৷