পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মৃত বিজেপি নেতাকে রাতে বকাঝকা করেন নিশীথ, অভিযোগ উদয়নের - udayan guha

মৃত বিজেপি নেতা অমিত সরকার কোচবিহারের দিনহাটা শহরের মণ্ডল সভাপতি ৷ আজ সকালে দিনহাটা শহর মণ্ডল কার্যালয়ের পিছনে পশু হাসপাতালের ভিতরে ওই নেতাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায় ৷

মৃত বিজেপি নেতাকে রাতে বকাঝকা করেন নিশীথ, অভিযোগ উদয়নের
মৃত বিজেপি নেতাকে রাতে বকাঝকা করেন নিশীথ, অভিযোগ উদয়নের

By

Published : Mar 24, 2021, 1:22 PM IST

কোচবিহার, 24 মার্চ : দিনহাটার বিজেপি নেতা অমিত সরকারের খুনের অভিযোগ উড়িয়ে দিলেন বিধায়ক উদয়ন গুহ ৷ তাঁর দাবি, আগের দিন রাতে সাংসদ নিশীথ প্রামাণিক ওই নেতাকে অপমান, বকাঝকা করেছেন ৷ ময়নাতদন্ত হওয়ার পরই আসল সত্য উঠে আসবে বলে দাবি তাঁর ৷

তিনি বলেন, "গতকাল রাতে সাংসদ নিশীথ প্রামাণিক বাড়িতে ডেকে নিয়ে গিয়ে অমিত সরকারকে অপমান করেন ৷ পরবর্তীতে তিনি বাড়ি ফিরে আসেন এবং খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়েন । এরপরই তাঁকে বাড়ি থেকে কেউ ডেকে নিয়ে যায় । চেনা জানা কেউ ডেকেছে বলে বাড়ি থেকে বের হয়েছেন ৷ তৃণমূল কংগ্রেসের কেউ ডাকলে নিশ্চয় বের হতেন না ৷ গোটা ঘটনার পুলিশ তদন্ত করলে আসল রহস্য উদ্ঘাটিত হবে ।" তিনি আরও বলেন, "তৃণমূল কংগ্রেসের কেউ যদি তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে খুন করে তাহলে উনি চিৎকার করবেন না ? তাঁর বাড়ির লোক জানতে পারবেন না ? এই ঘটনায় রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে ৷"

মৃত বিজেপি নেতাকে রাতে বকাঝকা করেন নিশীথ, অভিযোগ উদয়নের

আরও পড়ুন : বিজেপি নেতার মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি নিশীথ প্রামাণিকের

মৃত বিজেপি নেতা অমিত সরকার কোচবিহারের দিনহাটা শহরের মণ্ডল সভাপতি ৷ আজ সকালে দিনহাটা শহর মণ্ডল কার্যালয়ের পিছনে পশু হাসপাতালের ভিতরে ওই নেতাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায় ৷ তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন সাংসদ নিশীথ প্রামাণিক থেকে স্থানীয় বিজেপি নেতারা ৷ ঘটনায় বিধায়ক উদয়ন গুহের উদ্দেশে সরাসরি খুনের অভিযোগ তুলেছেন নিশীথ ৷ পাশাপাশি সিবিআই তদন্তের দাবিও করেছেন তিনি ৷

ABOUT THE AUTHOR

...view details